মজিদের ডাবল সেঞ্চুরির পর লিটনের ঝড়ো সেঞ্চুরি

Abdul Mazid
ডাবল সেঞ্চুরির পর মজিদ

রাজশাহীতে আগের রাউন্ডে খেলা হয়েছিল ঘাসের পিচে। ব্যাটসম্যানরা ভুগেছিলেন। এবার ব্যাটসম্যানরা পেয়েছেন যেন অর্ডার করা পিচ। তাতে রান হচ্ছে ভুরি ভুরি। আব্দুল মজিদের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়া মধ্যাঞ্চলকে অপরাজিত ঝড়ো সেঞ্চুরিতে জবাব দিচ্ছেন লিটন দাস।

বুধবার রাজশাহীতে মধ্যাঞ্চলের ৫৪৬ রানের জবাবে ৩ উইকেটে ২৬৪ রান করে দিন শেষ করেছে পূর্বাঞ্চল।

আগের দিনই সেঞ্চুরি করে ফেলেছিলেন মজিদ। ১৫৯ রান করে অসুস্থতায় মাঠ ছেড়েছিলেন তিনি। ৪ উইকেটে ৪০৪ রান নিয়ে দিন শুরুর পর মোশাররফ হোসেন ফেরেন ২১ রান করে। ৪৪০ রানে পঞ্চম উইকেট হারায় মধ্যাঞ্চল। ফিট হয়ে তখন মাঠে নামেন মজিদ। আশির উপর স্ট্রাইকরেট রেখে তোলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। শুভাগত হোম করেন ৭১ রান। শেষ দিকে মোহাম্মদ শরীফের ব্যাট থেকে আসে ৪১ রান। পূর্বাঞ্চলের সোহাগ গাজী ১৮৮ রান খরচায় পান ৫ উইকেট।

Liton Das
লিটনের আরও এক সেঞ্চুরি।
প্রায় সাড়ে পাঁচশো রান হলেও উইকেট তেমন ভাঙেনি। দিনের বাকিটা দাপট দেখিয়েছেন লিটন দাস। ছিলেন আক্রমণাত্মক। খেলেছেন ওয়ানডে স্টাইলে। আগ্রাসী ব্যাট করে প্রথম শ্রেণিতে নিজের ১২তম সেঞ্চুরি করেও আউট হননি। ১২৫ বলে ১৩৯ রান করে অপরাজিত আছেন লিটন। মেরেছে ২৩ চার আর ১ ছক্কা। এই ম্যাচেও রান পাননি মুমিনুল হক। পূর্বাঞ্চল অধিনায়ক ৬ রান করে ফিরেছেন শুভাগতের বলে। ৬৭ রান করা তাসামুলকেও ফিরিয়েছেন শুভাগত। লিটনের সঙ্গে ৩১ রান নিয়ে দিন শেষ করেছেন আফিফ।

 

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

1h ago