মজিদের ডাবল সেঞ্চুরির পর লিটনের ঝড়ো সেঞ্চুরি

রাজশাহীতে আগের রাউন্ডে খেলা হয়েছিল ঘাসের পিচে। ব্যাটসম্যানরা ভুগেছিলেন। এবার ব্যাটসম্যানরা পেয়েছেন যেন অর্ডার করা পিচ। তাতে রান হচ্ছে ভুরি ভুরি। আব্দুল মজিদের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়া মধ্যাঞ্চলকে অপরাজিত ঝড়ো সেঞ্চুরিতে জবাব দিচ্ছেন লিটন দাস।
বুধবার রাজশাহীতে মধ্যাঞ্চলের ৫৪৬ রানের জবাবে ৩ উইকেটে ২৬৪ রান করে দিন শেষ করেছে পূর্বাঞ্চল।
আগের দিনই সেঞ্চুরি করে ফেলেছিলেন মজিদ। ১৫৯ রান করে অসুস্থতায় মাঠ ছেড়েছিলেন তিনি। ৪ উইকেটে ৪০৪ রান নিয়ে দিন শুরুর পর মোশাররফ হোসেন ফেরেন ২১ রান করে। ৪৪০ রানে পঞ্চম উইকেট হারায় মধ্যাঞ্চল। ফিট হয়ে তখন মাঠে নামেন মজিদ। আশির উপর স্ট্রাইকরেট রেখে তোলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। শুভাগত হোম করেন ৭১ রান। শেষ দিকে মোহাম্মদ শরীফের ব্যাট থেকে আসে ৪১ রান। পূর্বাঞ্চলের সোহাগ গাজী ১৮৮ রান খরচায় পান ৫ উইকেট।
Comments