এইচপির ক্যাম্প ঢাকার বাইরে করার চিন্তা

Naimur Rahman Durjoy
ছবি: বিসিবি

মে মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে হাই পারফরম্যান্স স্কোয়াডের ক্যাম্প। প্রথমে পেস বোলারদের নিয়ে কাজ করা হবে কক্সবাজারে। পরে পুরো স্কোয়াডের ক্যাম্পই ঢাকার বাইরে করার চিন্তার কথা জানিয়েছেন হাই পারফরম্যান্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এইচপির দল গঠন ও ক্যাম্প নিয়ে সভা করেন নাঈমুর। পরে সাংবাদিকদের জানান এ দলের খেলা থাকায় ক্যাম্পে সমন্বয় করা হবে,  ‘এইচপি নিয়ে দল গঠন নিয়ে আলোচনা হয়েছে। আমরা মে তে শুরু করব। মের শেষ দিকে একটা পেস বোলারদের দিয়ে একটা ক্যাম্প শুরু। ওখান থেকে আসার পর কোর স্কোয়াড যেটা এইচপির এবং এখানে এ দলেরও কিছুটা সমন্বয় করে ক্যাম্পটা হবে।’

সাধারণত এইচপির ক্যাম্প হয় মিরপুর একাডেমিতে থেকেই। খেলোয়াড়দের আরও ফোকাসড করতে এই ধারা বদলাতে চান নাঈমুর। ক্যাম্প ঢাকার বাইরে নিয়ে যাওয়ার চিন্তার কথা জানিয়েছেন তিনি,   ‘আজকে একটা প্রস্তাব দিয়েছি যে ঢাকার বাইরে কতটা ক্যাম্প পরিচালনা করা যায়। খেলোয়াড়রা আসলে ঢাকায় থাকলে মনোযোগটা আসলে সেভাবে হয় না। আমি ব্যক্তিগতভাবে ফিল করি। ক্রিকেট প্লেয়িং নেশনন্স গুলোকে গিয়ে যেভাবে দেখেছি এবং একাডেমিতে গিয়েও যেভাবে দেখেছি। এরা সবাই কিন্তু বাইরে ক্যাম্প করে। সারা সপ্তাহ ক্যাম্প করল। উইকেন্ডে পরিবারের সাথে কাটিয়ে আবার চলে গেল। ফোকাসটা ক্রিকেটে বেশি থাকে।’

কেবল ব্যাটে বলের অনুশীলনই না, উঠতি ক্রিকেটারদের সামগ্রিক জ্ঞান সমৃদ্ধ করতেও উদ্যোগ নেওয়া হবে এবার,  ‘ক্রিকেট জ্ঞান বাড়ানোর জন্য কিছু কর্মশালা, আলোচনা আয়োজন করবো যেন আমাদের সাবেকদের নিয়ে বা বিদেশিদের নিয়ে সঙ্গে…আসলে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তাদের দর্শন শেয়ার করতে পারে, অভিজ্ঞতা শেয়ার করতে পারে।

ঢাকার বাইরে কোথায় হতে পারে এইচপির ক্যাম্প তাও ভেবে রেখেছেন নাঈমুর, ‘সিলেট তৈরি আছে, বিকেএসপি হতে পারে। ঢাকা থেকে আইসোলেটেড থাকবে। পেস বোলাররা শুরুতেই কক্সবাজার চলে যাচ্ছে। চট্টগ্রাম একটা অপশন আছে। যেখানে আমাদের অনুশীলন সুবিধাও আছে।’

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago