এবার রোনালদোর গোল ছাড়াই জিতল রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগে টানা ১১ ম্যাচ গোল করার পর থামলেন ক্রিস্তিয়ানো রোনালদো, তবে থামানো যায়নি রিয়াল মাদ্রিদকে। বায়ার্ন মিউনিখের মাঠে গিয়েও জিতে এসেছে তারা।আরও একবার ফাইনালে উঠার পথে অনেকখানি এগিয়ে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে মার্সেলো আর মার্কো আসেনসিওর গোলে দারুণ এক জয় পায় রিয়াল। এতে ফাইনালে এক পা দিয়েই রাখল টুর্নামেন্টটির ইতিহাসের সবচেয়ে সেরা এই দল।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই তেতে ছিল অবশ্য বায়ার্নই। তাদের সামনে ২০ সেকেন্ডেই এসেছিল সুবর্ণ সুযোগ। রিয়াল ডিফেন্ডার দানি কারভালহোর ভুলে বল পেয়ে গিয়েছিলেন রবের্তো লেভেনদোস্কি। তার বাড়ানো পাস ধরতেই পারেননি ফাঁকায় দাঁড়ানো জার্মান ফরোয়ার্ড টমাস মুলার।
খেলার ৮ মিনিটের মাথায় চোট পেয়ে বেরিয়ে যান বায়ার্নের প্রাণ ভোমরা আরিয়ান রোবেন। তবে তাতেও দম না গিয়ে প্রথম গোল পায় গোল পায় তারাই। হামেস রদ্রিগেজের পাস থেকে আচমকা শটে গোল করেন ডিফেন্ডার জসুয়া কিমিচ।
গোলের রেশ কাটতে না কাটতেই ধাক্কা খায় বায়ার্ন। তারা যেন নেমেছিল চোটের মিটছিল নিয়ে। ৩৪ মিনিটে জেরেমি বোয়েটাংও রোবেনের মত মাঠ ছাড়েন। এসবের মাঝেও একচেটিয়া প্রাধান্য ধরে রেখেছিল স্বাগতিকরা। প্রথমার্ধের একদম শেষ দিকে গিয়ে রিয়ালের স্বস্তি ফেরান মার্সেলো। ডান প্রান্তে কারভালহোর ক্রস বক্সে মধ্যে বাইসাইকেল করতে গিয়ে পা লাগাতে পারেননি রোনালদো। পেছনে বক্সের বাইরে দাঁড়ানো মার্সেলো তা পেয়ে নিখুঁত শটে জালে পাঠিয়ে দেন।
প্রথমার্ধের শেষ মিনিটে ফের এগিয়ে যেতে পারত বায়ার্ন। ফ্রাঙ্ক রিবেরির শট ঠেকিয়ে দেন কাইলর নাভাস।
বিরতি থেকে ফিরে আরেক গোল পেয়ে যায় রিয়াল। ৫৭ মিনিটে প্রতি আক্রমণে আসে সাফল্য। লুকাস ভাসকেসের দেওয়া পাস আড়াআড়ি শটে জালে জড়িয়ে উল্লাসে মাতেন মার্কো আসেনসিও।
পুরো ম্যাচে নিষ্প্রভ রোনালদো একবার বল জালে জড়িয়েছিলেন। ৭১ মিনিটে গোলের উল্লাসও শুরু করেছিলেন। তবে বল নিয়ন্ত্রণের সময় হাতে লাগয় রেফারি তা বাতিল করে দেন। যদিও এতে খুব একটা ক্ষতি হয়নি রিয়ালের। অ্যাওয়ে ম্যাচে বায়ার্নকে ধরাশায়ী করে ফাইনালের পথে নিজেদের এগিয়ে রাখল তারা
আগামী মঙ্গলবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে লেগে নামবে দুদল। সে ম্যাচে বায়ার্নের জন্যে অপেক্ষা করছে কঠিন সমীকরণ।
Comments