খেলোয়াড়দের আচরণ নিয়ে ভাবনায় আইসিসি: নাজমুল
আগে খেলায় বন্ধুত্ব ছিল, সৌহার্দ্য ছিল। এখন নাকি সব কিছু হয়ে গেছে তেতো। খেলায় জিততে আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন খেলোয়াড়রা। আর সেটা ক্ষতিগ্রস্ত করছে খেলাধুলোর চেতনাকে। আইসিসির বোর্ড সভায় গিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন খেলোয়াড়দের আচরণ নিয়ে আইসিসির ভাবনার কথা শুনে এসেছেন।
আগে খেলায় বন্ধুত্ব ছিল, সৌহার্দ্য ছিল। এখন নাকি সব কিছু হয়ে গেছে তেতো। খেলায় জিততে আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন খেলোয়াড়রা। আর সেটা ক্ষতিগ্রস্ত করছে খেলাধুলোর চেতনাকে। আইসিসির বোর্ড সভায় গিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন খেলোয়াড়দের আচরণ নিয়ে আইসিসির ভাবনার কথা শুনে এসেছেন।
বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভা বসেছিল কলকাতায়। শুক্রবার মিরপুরে সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে সেই সভার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বিসিবি প্রধান। বিশ্বকাপসহ বৈশ্বিক টুর্নামেন্টে সূচি আগেই জানা গেছে। এর বাইরে মাঠের খেলার পরিবেশ নিয়ে উদ্বেগের কথা জানালেন নাজমুল,
‘দুটি জিনিস নিয়ে বেশি আলোচনা হয়েছে—খেলোয়াড়দের আচরণ। সব সময়ই বলে এসেছি, হারজিত বড় নয় ভালো খেলাটাই আসল। বাংলাদেশ যখন খেলা শুরু করল, খেলাটা এমন ছিল প্রতিপক্ষ দলের সঙ্গে আগেরদিন বসে এক দল আরেক দলের সঙ্গে গল্প করত। একটা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা ছিল। আস্তে আস্তে খেলাটা যেন কেমন হয়ে যাচ্ছে। ’
নিদহাস কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে দুদলের খেলোয়াড়দের আচরণ নিয়ে সমালোচনা আছে অনেক। আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে মাঠ থেকে দলকে বের করে আনতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সেসব নিয়ে আলোচনা হয়েছে কিনা তা খোলাসা না করলেও নাজমুল জানালেন আইসিসি চায় সবাই যেন সবাইকে সম্মান করে। খেলোয়াড়দের আরও নিয়ন্ত্রণে রাখতে নতুন কোড অব কন্ডাক্টের কথাও নাকি ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, 'পেশাদারিত্ব যত বাড়ছে, প্রতিদ্বন্দ্বিতা যত বাড়ছে, তত মনে হয় বন্ধুতা হারিয়েই যাচ্ছে! জেতার জন্য এখন যা খুশি হচ্ছে। এর জন্য অনেক ঘটনা ঘটেছে ক্রিকেটে। আগে এতটা দেখা যায়নি। কোড অব কন্ডাক্ট নিয়ে আইসিসিতে আলোচনা হয়েছে। আমরা কেন খেলি? আমরা সবাইকে সম্মান দেখাতে চাই।’
Comments