বিশ্বকাপের ফরম্যাট নিয়ে রোমাঞ্চিত তামিম

২০১৯ বিশ্বকাপে ফিরে এসেছে ১৯৯২ সালের ফরম্যাট। অংশ নেওয়া ১০ দল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলবে। সেরা চারদল উঠবে সরাসরি সেমি ফাইনাল। এমন ফরম্যাটের কারণে প্রাথমিক পর্বেই ৯টি ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের সামনে। বিশ্ব আসরের এমন ফরম্যাট নিয়ে রীতিমতো রোমাঞ্চিত তামিম ইকবাল।
Tamim Iqbal
তামিম ইকবাল। ছবি: বিসিবি

২০১৯ বিশ্বকাপে ফিরে এসেছে ১৯৯২ সালের ফরম্যাট। অংশ নেওয়া ১০ দল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলবে। সেরা চারদল উঠবে সরাসরি সেমি ফাইনাল। এমন ফরম্যাটের কারণে প্রাথমিক পর্বেই ৯টি ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের সামনে। বিশ্ব আসরের এমন ফরম্যাট নিয়ে রীতিমতো রোমাঞ্চিত তামিম ইকবাল।

ইংল্যান্ড বিশ্বকাপে ভালো করতে বাংলাদেশের মূল অস্ত্র হতে পারেন তামিম। লম্বা সময় ধরে চলা টুর্নামেন্টের কঠিন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন টাইগার ওপেনার,  ‘ব্যক্তিগতভাবে খুবই রোমাঞ্চিত। একটা টুর্নামেন্টে সবার সঙ্গে খেলা, এই সুযোগ আমরা পাব। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে খেলা হবে। ফরম্যাট নিয়ে ব্যক্তিগতভাবে রোমাঞ্চিত। এটা এমন ফরম্যাট, যদি কোনো দল শিরোপা জিততে চায় পুরো টুর্নামেন্ট জুড়ে সেই দলকে ভালো খেলতে হবে। প্রতিটি দলকে কঠোর পরিশ্রম করতে হবে। লম্বা সময় ধরে অনেক ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করতে। ফরম্যাটটা চ্যালেঞ্জিং হবে। আমি খেলতে উন্মুখ।’

সেমিতে যেতে হলে ৯ ম্যাচের অন্তত পাঁচ-ছয়টি জেতা ছাড়া পথ দেখছেন না তামিম, ‘গ্রুপ থাকলে বোঝা যায় কটা ম্যাচ আমাদের জিততে হবে কোয়ালিফাই করতে। গ্রুপে এক-দুইটা ম্যাচ জিতলে কোয়ালিফাই করা সম্ভব। কিন্তু এখানে হয়তো ৫-৬টা ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করতে হবে।’

তবে এমন কঠিন চ্যালেঞ্জে যাওয়ার আগে পুরো এক বছর সময় আছে হাতে। এই সময়ে নিজেদের তৈরি করে আত্মবিশ্বাসে টইটুম্বুর হতে চায় বাংলাদেশ, ‘এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের জন্য। লম্বা সময় ভালো খেলতে হবে। টুর্নামেন্টে যদি আমরা স্মরণীয় করে রাখতে চাই, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশ্বকাপের এখনো এক বছর সময় আছে। এই সময়ে যে সিরিজগুলো আছে, আমরা যদি ভালো খেলি, সিরিজ যদি জিতি তবে আত্মবিশ্বাস নিয়ে যাওয়া যাবে।’

Comments