'আমরা কেন্দ্রীয় চুক্তির উপর নির্ভরশীল নই'

Kamrul Islam Rabbi
ফাইল ছবি
এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার। তাদের একজন পেসার কামরুল ইসলাম রাব্বি। সব ফরম্যাটের দলে থাকার সুযোগ হয়নি তার। খেলতেন কেবল টেস্ট। সেখানেও আসেনি প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স। ফলে চুক্তি থেকে বাদ যান তিনি। এতে হতাশ হলেও রুটিরুজিতে খুব ব্যাঘাত দেখছেন না তিনি।

রোববার বৃষ্টিস্নাত দিনেও নিজেকে ফিট রাখতে মিরপুরে এসেছিলেন রাব্বি। চুক্তি থেকে বাদ পড়া নিয়ে এই প্রথম কথা বললেন তিনি। এই বাদ মানে যে একেবারে বাদ পড়া নয় মনে করিয়ে দিয়েছেন তা,  'আমি চুক্তিকে ছিলাম কেন? পারফর্ম করেছিলাম, আত্মবিশ্বাসী ছিলাম তাই চুক্তিতে ছিলাম। এখন আমি নাই তার মানে এটা নয় যে আমি আবার আসতে পারব না। এখন আমি  যে আমার কাজটা করবো সেটা যদি ভালো করতে পারি তাহলে অবশ্যই বিবেচনায় চলে আসব।'

চুক্তিতে থাকলে বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় বেশ মোটা অঙ্কের মাসিক বেতন পান ক্রিকেটাররা। সেটা থেকে বঞ্চিত হলেও রুটি-রুজির অন্য খাত খোলা থাকায় সমস্যা দেখছেন না তিনি,   'আর্থিকভাবে সমস্যা অবশ্যই আছে কিন্তু কেন্দ্রীয় চুক্তির বা আমাদের স্যালারির ‍উপর কিন্তু আমরা নির্ভরশীল নই। ঢাকা লিগ, বিপিএল , জাতীয় ক্রিকেট লিগ, বিসিএল আছে। (ঘরোয়া লিগের পারিশ্রমিক)'

চুক্তি থেকে বাদ পড়ায় কিছু একটা করে দেখানোর জেদটাকে এই পেসার দেখছেন ইতিবাচক হিসেবে,  'এসব নিয়ে এখন ভাবছি না। চিন্তাও করছি না। কেন্দ্রীয় চুক্তিতে থাকলে আত্মবিশ্বাস কাজ করে। আমি চুক্তিভুক্ত খেলোয়াড়। এটা আত্মবিশ্বাস দেয়। এটা জিনিস হারানোর পর ওইটা পাওয়ার জন্য অনেক ক্ষুধা থাকে। আমি হারিয়েছি কিন্তু ক্ষুধাটা বাড়ছে। এখন আগের থেকেও ভালো করে আবারও আসবে পারব।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago