যে ‘বিশেষ ড্রিলে’ টি-টোয়েন্টিতে মুশফিকের উন্নতি

নিখুঁত টেকনিক আর ব্যাকরণ সম্মত ব্যাটিংয়ে বাংলাদেশে সবার আগে আসে মুশফিকুর রহিমের নাম। সেকারণে টেস্টে দলের মূল ব্যাটসম্যানও ধরা হয় তাকে। কিন্তু মার কাটারি ক্রিকেট টি-টোয়েন্টিতে মুশফিক পাচ্ছিলেন না সাফল্য। উপায় খুঁজতে খুঁজতে ধর্না দেন কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। তার কাছ থেকেই পাওয়া ডানহাতের বিশেষ এক ড্রিল বদলে দিয়েছে মোড়।
Mushfiqur Rahim
নিদহাস কাপে শ্রীলঙ্কাকে হারাতে ৩৫ বলে ৭২ রানের ইনিংস খেলার পর ম্যাচ সেরা মুশফিকুর রহিম। ফাইল ছবি: এএফপি

নিখুঁত টেকনিক আর ব্যাকরণ সম্মত ব্যাটিংয়ে বাংলাদেশে সবার আগে আসে মুশফিকুর রহিমের নাম। সেকারণে টেস্টে দলের মূল ব্যাটসম্যানও ধরা হয় তাকে। কিন্তু মার কাটারি ক্রিকেট টি-টোয়েন্টিতে মুশফিক পাচ্ছিলেন না সাফল্য। উপায় খুঁজতে খুঁজতে ধর্না দেন কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। তার কাছ থেকেই পাওয়া ডানহাতের বিশেষ এক ড্রিল বদলে দিয়েছে মোড়।

২০১৪ থেকে ২০১৮- এই চার বছর টি-টোয়েন্টিতে রান পেতে হাঁসফাঁস করেছেন মুশফিক।ওই সময় খেলা ২৬ ইনিংসের মাত্র একটাতে যেতে পেরেছিলেন ফিফটির কাছাকাছি। এই ফরম্যাটে আগের ৬১ ম্যাচে তাই তার গড় নেমে দাঁড়িয়েছিল মাত্র ১৬.৮৪!গুঞ্জন আছে এমন বেহাল দশায় সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে টি-টোয়েন্টি থেকে তাকে ছেঁটে ফেলে দিতে চেয়েছিলেন।

হাথুরুসিংহের বিদায়ে মুশফিক শেষ পর্যন্ত টিকেছেন, ঘটনাচক্রে তার প্রথম ঘুরে দাঁড়ানো ওই হাথুরুসিংহের দলের বিপক্ষেই। সর্বশেষ ৭ ম্যাচে তিন ফিফটিতে ৬৭.৭৫ গড়ে করেছেন ২৭১ রান। তিন ফিফটির দুইটাই আবার হাথুরুসিংহের শ্রীলঙ্কার বিপক্ষে।

মঙ্গলবার এই বদলে যাওয়ার পেছনের গল্প শুনিয়েছেন মুশফিক, ‘টি-টোয়েন্টিতে বড় শট খেলতে হয়। আপনাকে কিছু ঝুঁকিও নিতে হয়। ওটা নিয়ে স্যারের (নাজমুল আবেদিন ফাহিম) সঙ্গে কাজ করছিলাম। ডানহাতের কিছু ড্রিল আছে যেগুলো কাজ করলে তাড়াতাড়ি কিছু উন্নতি পাওয়া যায়। আল্লাহর রহমতে আমি খুব খুশি। আগামীতে যদি দরকার হয় তাহলে হয়তবা আরেকটু সময় লাগিয়েও কাজ করব। ’

ডানহাতি ব্যাটসম্যানরা ডানহাতের শক্তি কাজে লাগান বড় শট খেলতে। কিন্তু এর বাইরে শটের নিয়ন্ত্রণ রাখা, ফাঁকা জায়গা বের করে কম শক্তি ব্যবহার করেও রান বের করার সমন্বয় শিখেছেন তিনি, ‘আমরা অনেক সময় ভাবি ডানহাত দিয়ে শুধু লফটেড শটই খেলা যায়।  বা ডান হাত দিয়ে বড় শট খেলা যায়। কিন্তু ডানহাত দিয়ে যে নিয়ন্ত্রণ রেখেও যে খেলতে পারি, ডান হাত পাওয়ারের জন্য ব্যবহার না করে প্লেসমেন্টের জন্য ইউজ করতে পারি। এই দুইটার সমন্বয় করার চেষ্টা করেছি।’

Comments