রঙ বদলে যাচ্ছে তাজমহলের
ভারতের আগ্রায় অবস্থিত সমাধিসৌধ তাজমহলের খ্যাতি রয়েছে মধ্যযুগের সপ্তাশ্চর্যের অন্যতম হিসেবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন মোঘল সম্রাট শাহজাহানের সেই অমর সৃষ্টি দেখতে। কিন্তু, হুমকির মুখে পড়েছে বিশ্বসভ্যতার এই অপূর্ব নিদর্শন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল (১ মে) ভারতের সুপ্রিম কোর্ট জানায়, শ্বেত পাথরের সমাধিসৌধটি এর নিজস্ব রঙ হারিয়ে প্রথমে হলদে রঙ ধারণ করে। এরপর, ধীরে ধীরে সে রঙ পাল্টে বাদামি এবং সবুজাভ ধারণ করেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারতের সর্ব্বোচ আদালত দেশটির কেন্দ্রীয় সরকারকে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এই সমস্যা সমাধানের জন্যে পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, বিচারপতি এমবি লোকুর এবং দীপক গুপ্তার সমন্বয়ে গঠিত বেঞ্চ ভারতীয় প্রকৌশলীদের কটাক্ষ করে বলেন, “আমরা জানি না এ সমস্যা সমাধানে আপনাদের কোনো অভিজ্ঞতা রয়েছে কী না। যদি থেকেও থাকে তা আপনারা কাজে লাগাচ্ছেন না। অথবা আপনারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না।”
এ জন্যে দেশটির বাইরে থেকে বিশেষজ্ঞ এনে তাজমহল রক্ষার কাজে নিয়োজিত করার পরামর্শও দেন আদালত।
তাজের বর্তমান অবস্থার ছবি দেখিয়ে আদালত সরকারকে ভৎসনাও করে। কেনো এই ঐতিহাসিক স্থাপনাটি এর প্রকৃত রঙ হারিয়ে ফেলছে তাও জানতে চান আদালত।
এ বিষয়ে পরবর্তী শুনানির জন্যে আগামী ৯ মে ধার্য করেছেন সুপ্রিম কোর্ট বেঞ্চ।
উল্লেখ্য, মোঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে ১৬৩১ সালে এই সমাধিসৌধটি তৈরি করেন যা তাজমহল নামে সমধিক পরিচিত। এই ঐতিহাসিক অবকাঠামোটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবেও স্বীকৃত।
Comments