ওয়ানডেতে সাতে অবস্থান আরও পোক্ত বাংলাদেশের
টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ এগুলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে আগের মতই সাতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ৩ রেটিং পয়েন্ট বাড়ায় আটে থাকা শ্রীলঙ্কা থেকে বেশ খানিকটা এগিয়ে আছে মাশরাফি মর্তুজার দল। আর ভারতকে হটিয়ে শীর্ষে উঠেছে ইংল্যান্ড।
বুধবার বার্ষিক ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদ করে প্রকাশ করে আইসিসি। র্যাঙ্কিংয়ে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স ৫০ শতাংশ বিবেচনা করা হয়েছে। ঘরের মাঠে ত্রিদেশীয় কাপ জিততে না পারলেও বাংলাদেশের ৩ রেটিং পয়েন্ট ৩ বেড়েছে। তাই ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান আরও পোক্ত হয়েছে বাংলাদেশের।
র্যাঙ্কিংয়ে উলট-পালট হয়েছে উপরের দিকে। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড। ৩ পয়েন্ট পিছিয়ে দুইয়ে নেমে গেছে বিরাট কোহলির ভারত।
১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে দক্ষিণ আফ্রিকা। পরের তিনটি দল যথাক্রমে নিউজিল্যান্ড (১১২ রেটিং পয়েন্ট), অস্ট্রেলিয়া (১০৪ রেটিং পয়েন্ট) ও পাকিস্তান (১০২ রেটিং পয়েন্ট)। বাংলাদেশের বেশ খানিকটা পরে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে আটে আছে শ্রীলঙ্কা। পরের দলগুলো হলো, ওয়েস্ট ইন্ডিজ (৬৯ রেটিং পয়েন্ট), আফগানিস্তান (৬৩ রেটিং পয়েন্ট), জিম্বাবুয়ে (৫৫ রেটিং পয়েন্ট) ও আয়ারল্যান্ড (৩৮ রেটিং পয়েন্ট)।
Comments