দীপিকা-রণবীরের বিয়ে নভেম্বরে?

Deepika Padukone and Ranveer Singh
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ছবি: সংগৃহীত

অবশেষে যেন অবসান হতে যাচ্ছে সব গুঞ্জনের। ‘পদ্মাবত’ তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে এ বছরের শেষের দিকে হচ্ছে সে খবর আগেই জেনেছেন তাঁদের ভক্তরা। তবে বিয়ের তারিখটি এখনো অঘোষিত রয়ে গেছে।

বলিউডের দুই স্বনামধন্য অভিনয়শিল্পীর বিয়ের দিন-ক্ষণ ঠিক করা নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা শেষে যে খবরটি এসেছে গণমাধ্যমে তা হলো আগামী নভেম্বরে কোন একদিন ‘বাজিরাও’ ও ‘মাস্তানি’ বসবেন বিয়ের পিঁড়িতে।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে আজ (৩ মে বলা হয়) বলা হয়, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও দীপিকার পক্ষ থেকে জানা গেছে আগামী নভেম্বরে ঠিক করা হয়েছে এই তারকা জুটির বিয়ের তারিখ।

সে সময় দীপিকার লোকজনেরা কেউ যেনো ছুটিতে না যান সেই বিষয়টিও জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের।

খবরে প্রকাশ, সম্প্রতি দুই পরিবারের সদস্যরা বসে ঠিক করে নিয়েছেন দীপিকা-রণবীরের বিয়ের শুভক্ষণ। তবে এর আনুষ্ঠানিক ঘোষণার জন্যে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

2h ago