এসএসসি পরীক্ষা নতুন করে নেওয়া যৌক্তিক হবে না: শিক্ষামন্ত্রী
যেহেতু ফাঁস হওয়া প্রশ্নপত্র বেশি শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি, তাই এসএসসি পরীক্ষা নতুন করে নেওয়া যৌক্তিক হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ (৩ মে) মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “প্রশ্নপত্র ব্যাপকভাবে ফাঁস হয়নি। ফাঁস হওয়া প্রশ্নপত্র গুটি কয়েক শিক্ষার্থীর হাতে এসেছিল।”
তাঁর দাবি, প্রায় ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে ৪,০০০ থেকে ৫,০০০ শিক্ষার্থী পরীক্ষা শুরুর অল্প সময় আগে ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে পেয়েছিল। তাই তদন্ত কমিটির মনে করে, পরীক্ষা আবার নেওয়া সমুচিত হবে না।
মন্ত্রী আরও জানান, তদন্ত কমিটি ১৭টি বিষয়ের মধ্যে ১২টি অবজেক্টিভ পরীক্ষার ‘খ’ সেটের কথিত প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেয়েছে। কমিটি মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রমাণ পায়নি।
তিনি কমিটির প্রতিবেদন ও সুপারিশ গ্রহণ করেছেন বলেও সাংবাদিকদের জানান।
উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হয়।
Comments