কেনো শুটিং ছেড়ে গেলেন মাহিয়া মাহি?

Mahia Mahi
অভিনেত্রী মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

মাহিয়া মাহি জানতেন তিনি সিনেমার গানের শুটিং করছেন। কিন্তু, শুটিংয়ের মাঝখানে এসে জানলেন এটি সিনেমার গানের শুটিং নয়। এটি একটি মিউজিক ভিডিওর শুটিং। বিষয়টা জানার পর শুটিং স্পট ছেড়ে চলে যান মাহিয়া মাহি।

অনন্য মামুনের পরিচালনায় ‘তুই শুধু আমার’ সিনেমায় কাজ করছেন মাহি। তাঁর বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম এবং ওম। সেই সিনেমার গানের কথা বলেই মিউজিক ভিডিওর শুটিং করাচ্ছিলেন পরিচালক- এমন অভিযোগ নায়িকার।

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সিনেমার গানের শুটিংয়ের কথা বলায় তাদের শিডিউল দেই। গানের প্রায় অর্ধেক কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি, এটি সিনেমার গান নয়। আমাকে দিয়ে মিউজিক ভিডিওর শুটিং করানো হচ্ছে। এরপর, আর কাজটি করিনি। তাদের এমন মিথ্যাচার আমার খারাপ লেগেছে।”

যদিও পরিচালক অনন্য মামুন বলছেন, ‘তুই শুধু আমার’ ছবির প্রমোশনের জন্য একটি গান তৈরি করা হচ্ছিলো। তাঁর মতে, সেটি ছিল সেই গানেরই অংশ।

Comments

The Daily Star  | English

Israel-Iran conflict: what we know

International calls for restraint are multiplying, as fears grow the Middle East could be on the threshold of a broader conflict.

2h ago