‘নতুন করে পরমাণু চুক্তি করবে না ইরান’

বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের পরমাণু গবেষণা নিয়ে তাঁর দেশ নতুন করে কোনো চুক্তি করবে না জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, ২০১৫ সালে ইরান ও ছয়টি বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত ‘পরমাণু চুক্তি’ নিয়ে নতুন করে আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এক ইউটিউব বার্তায় জাভেদ জারিফ বলেন, “যে চুক্তিটি কয়েক বছর আগে স্বাক্ষরিত হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে তা নিয়ে ইরান নতুন করে কোনো আলোচনা করবে না।… এমনকি, এই চুক্তি পুনর্বিবেচনা প্রস্তাবটিও আমরা প্রত্যাখ্যান করবো।”
তিনি অভিযোগ করে বলেন, “যুক্তরাষ্ট্র সবসময়ই এই পরমাণু চুক্তিটি ভঙ্গ করে আসছে। ইরানের সঙ্গে ব্যবসা করতে অন্যদের বাধা দিয়ে আসছে মার্কিন প্রশাসন।”
উল্লেখ্য, আগামী ১২ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন।
Comments