‘ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অন্যতম প্রধান বিষয় রোহিঙ্গা সংকট’

ঢাকায় আগামীকাল (৫ মে) অনুষ্ঠিত হতে যাওয়া অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা সংকটকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
rohingya refugees
মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত গণহত্যার হাত থেকে বাঁচার জন্যে রোহিঙ্গারা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে। ছবি: ফাইল ফটো

ঢাকায় আগামীকাল (৫ মে) অনুষ্ঠিত হতে যাওয়া অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা সংকটকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ওআইসির সহকারী মহাসচিব হাশমি ইউসুফ আজ (৪ মে) কক্সবাজারের উখিয়া উপজেলায় স্থাপিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের শেষে সাংবাদিকদের এ কথা জানান। সেসময় তাঁর সঙ্গে সংস্থাটির সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ওআইসি কাজ করবে।

আমাদের স্থানীয় সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, রোহিঙ্গা শরণার্থী বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে না পারায় হাশমি ইউসুফ সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের জন্যে এই প্রতিনিধি দল আজ সকাল ১১টার দিকে কক্সবাজারে এসে পৌঁছান।

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

1h ago