চুক্তিতে লিটন দাস 'অটোমেটিক পছন্দ'

কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার সংখ্যা ১৬ থেকে কমিয়ে ১০ জন করার পর বলা হয়েছিল রুকি শ্রেণিতে নেওয়া হবে আরও তিনজনকে। সেই তিনজনের একজন যে লিটন দাস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তা জানিয়ে দিয়েছেন অকপটেই।
Liton Das
এবার প্রথম শ্রেণিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে ডাবল সেঞ্চুরি করেন লিটন

কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার সংখ্যা ১৬ থেকে কমিয়ে ১০ জন করার পর বলা হয়েছিল রুকি শ্রেণিতে নেওয়া হবে আরও তিনজনকে। সেই তিনজনের একজন যে লিটন দাস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তা জানিয়ে দিয়েছেন অকপটেই। 

চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা বইয়েছেন লিটন। বিসিএলে সর্বাধিক ৭৭৯ রান করেছেন। জাতীয় লিগ ও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আছে পাঁচশোর বেশি রান। টেস্ট দলের নিয়মিত উইকেটকিপার ব্যাটসম্যান লিটন নিদহাস কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ঝড়ো ইনিংস খেলে আপাতত টি-টোয়েন্টি তামিমের ওপেনিং সঙ্গী। 

শুক্রবার প্রধান নির্বাচক জানিয়েছেন রুকি শ্রেণির ক্রিকেটারদের এখনো চূড়ান্ত করা হয়নি। তবে এমন পারফরম্যান্সের পর একজনের নাম বলতে দ্বিধা করলেন না, এটা এখনও পুরোপুরি আমরা প্রস্তুত করিনি। আশা করছি ৭ তারিখের মধ্যে আমরা এটা প্রস্তুত করে ফেলবো। রুকি ক্যাটাগরিতে লিটন দাস অটোমেটিক পছন্দে রয়েছে। বাকি দু’জনকে নিয়ে আমরা ভাবছি। আশা করছি সাত তারিখের মধ্যেই ঠিক হয়ে যাবে।'

বেশ অনেকদিন থেকেই সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলা লিটনকে এখনো রুকি বা উদীয়মান শ্রেণীতে বিবেচনার কারণ পরিষ্কার করেননি প্রধান নির্বাচক। জানিয়েছেন বোর্ডের দেওয়া গাইডলাইনের বাইরে যাওয়ার পথ নেই নির্বাচকদের, 'আমরা আলোচনার মধ্যে আছি এখনই এটা নিয়ে খুব বেশি বলা যাচ্ছে না। চুক্তির সিস্টেম আছে আমাদের যেভাবে গাইডলাইন দেয়া হবে সেভাবেই আমরা করবো। তবে সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ডই নেবে।'

Comments