প্রাথমিক দলে চমকের নাম ইয়াসিন আরাফাত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ৩১ জনের প্রাথমিক দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ পেসার ইয়াসিন আরাফাত। আছেন আকস্মিকভাবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ফেরা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক তবে জায়গা হয়নি লেগ স্পিনার জুবায়ের হোসেনের।
Yasir Arafat Mishu
ইয়াসিন আরাফাত মিশু এবার বিসিএলে দারুণ বোলিং করেন। ছবি: ফিরোজ আহমেদ (ফাইল)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ৩১ জনের প্রাথমিক দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ পেসার ইয়াসিন আরাফাত। আছেন আকস্মিকভাবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ফেরা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক তবে জায়গা হয়নি লেগ স্পিনার জুবায়ের হোসেনের।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে  ৩১ জনের দলের নাম দেয় বিসিবি। তাতে সবচেয়ে বড় চমক তরুণ পেসার ইয়াসিন আরাফাত। এবার ঢাকা প্রিমিয়ার লিগে লিস্ট-এ ম্যাচ ৮ উইকেট নিয়ে প্রথম আলোচনায় আসেন ইয়াসিন। পরে বিসিএলেও চমক দেখান ডানহাতি এই পেসার।

স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে ১৩ মে থেকে শুরু হবে প্রাথমিক ক্যাম্প। এই ৩১ জনের মধ্য থেকেই আফগানিস্তান সিরিজের দলও দেওয়া হতে পারে।

বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, আবু জায়েদ চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু ও আব্দুর রাজ্জাক। 

Comments

The Daily Star  | English

5 killed in Sirajganj road accident

The microbus-autorickshaw collision took place on a local road in Kamarkhand upazila

23m ago