ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে পিটিয়েছে ‘ছাত্রলীগ’
ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত মধ্যরাতে সরকার দলীয় ছাত্র সংগঠনটির বেশ কয়েকজন মিলে তাকে পিটিয়ে আহত করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিজয় একাত্তর হলের ছাত্ররা জানান, মধ্যরাতের দিকে হল শাখা ছাত্রলীগের ৮-১০ জন উপাচার্যের বাসভবনের সামনে জুবায়েরের সঙ্গে কথা বলছিল। তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে এক পর্যায়ে লোহার রড ও লাঠি নিয়ে জুবায়েরকে পেটায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
জুবায়ের আহমেদ ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলাকারী ছাত্রলীগের তিন জনের নাম জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা হলেন, সাদিক, সিফাত ও পারভেজ। তারা জুবায়েরের মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। খবর পেয়ে সহপাঠিরা জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তবে হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদ দাবি করেন, হামলাকারী কাউকেই তিনি চেনেন না। আর প্রক্টর একেএম গোলাম রাব্বানী বলেছেন, তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।
Comments