বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। প্রথমবারের মতো দুদলের টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ হবে ভারতের দেরাদুনে।
বাংলাদেশের প্রতিনিধি দলের ভেন্যু পর্যবেক্ষণ করে আসার পর বুধবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানায়, দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩, ৫ ও ৭ জুন হবে ম্যাচ তিনটি।
সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়ায় নিরাপত্তার কারণে ভারতেই হোম ভেন্যু বানিয়ে খেলে আসছে আফগানরা।
আফগান বোর্ডের সূচি দেওয়ার আগে বুধবার বিকেলে সিরিজের ব্যাপারে চূড়ান্ত অগ্রগতির কথা জানান ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।
এমনিতে ভেন্যুর অবস্থা সন্তোষজনক হলেও ভারতের উত্তরখণ্ডের এই ভেন্যুর কন্ডিশন কিছুটা অচেনা হওয়ায় একটু আগেভাগেই সেখানে যাবে বাংলাদেশ। নিজেদের মানিয়ে নিতে ২৯ মে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বলে জানান আকরাম, ‘মাঠ অনেক ভালো, সুযোগ-সুবিধাও ভালো। হোটেলও ভালো। তবে একটা সমস্যা, হোটেল থেকে মাঠে যেতে ৪০–৪৫ মিনিট সময় লাগে। ... গ্রাউন্ডসটা যেহেতু নতুন আর ভালো , সুযোগ-সুবিধা তো নেবই। কদিন অনুশীলন করব, একটা প্রস্তুতি ম্যাচ খেলব।‘
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে একবারই দেখা হয়েছিল বাংলাদেশ। ২০১৪ বিশ্বকাপে সেই ম্যাচ জিতেছিল টাইগাররা। তবে সংক্ষিপ্ততম সংস্করণের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের দলের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে আফগানিস্তান।
Comments