২৮ জুনের মধ্যে গাজীপুর সিটির নির্বাচন: সুপ্রিম কোর্ট

গাজীপুর সিটি করপোরেশনের স্থগিত হয়ে যাওয়া নির্বাচন আগামী ২৮ জুনের মধ্যে অনুষ্ঠিত করার জন্যে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
নির্বাচন কমিশন এবং দুজন মেয়র প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ আজ (১০ মে) এ নির্দেশ দেন।
বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের আইনজীবী জয়নুল আবেদীন দ্য ডেইলি স্টারকে বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন দিক খতিয়ে দেখে সর্বোচ্চ আদালত এই নির্দেশ দেন।
তাঁর মতে, সুপ্রিম কোর্ট যেহেতু আগামী ২৮ জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সেহেতু নির্বাচন কমিশন আগের ঘোষণা অনুযায়ী আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে। অথবা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে পারে।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতা এবিএম আজহারুল ইসলাম নির্বাচন তিন মাসের জন্যে স্থগিত করার আবেদন জানিয়েছেন। অথচ তাঁর কোন এখতিয়ারই ছিল না। কেননা, তিনি সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ সংক্রান্ত তথ্যসহ গেজেট প্রজ্ঞাপনের তথ্য হাইকোর্টের কাছে গোপন করেছিলেন।
গতকাল ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে রিট আবেদন করেন। এর আগে গত ৭ মে বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করা নিয়ে হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন।
উল্লেখ্য, গত ৬ মে হাইকোর্ট আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্যে স্থগিতের আদেশ দেন।
আরও পড়ুন:
Comments