কালবৈশাখীর আঘাতে নীলফামারীতে হত ৭

Nilphamari map

কালবৈশাখীর আঘাতে গতকাল (১০ মে) নীলফামারী জেলার ডোমার ও জলঢাকা উপজেলায় এক শিশুসহ অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন ডোমারের আফিজা রহমান (৫০), আব্দুল গনি (৪৫), খাদিজা বেগম (৪৬) এবং জমিরুল ইসলাম (১২) এবং জলঢাকার সামিয়া বেগম (২৭) ও তাঁর তিনমাসের মেয়ে মনি এবং আশিকুর রহমান (২২)।

ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ফাতেমা আমাদের স্থানীয় সংবাদদাতাকে বলেন, রাত নয়টার দিকে একটি গাছ উপড়ে ঘরের ওপর পড়লে এর চাপায় আব্দুল গনি নামের একজন কৃষক মারা যান।

ঝড়ে দোকানঘর ভেঙ্গে পড়লে আফিজা রহমান নামের একজন দোকানদার নিহত হন। গাছের চাপায় জমিরুল এবং গৃহবধূ খাদিজা মারা গিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঝড়ে রাত ১০টার দিকে গাছ উপড়ে ঘরের ওপর পড়লে শিশুকন্যাসহ মা সামিয়া বেগম মারা যান।

গাছ চাপায় দোকানদার আশিকুর রহমানেরও মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও, ঝড়ে উপজেলা দুটিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানা যায়।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago