যুবদলের ক্যাম্পে ৩০ ক্রিকেটার

পরবর্তী যুব বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে অনূর্ধ্ব-১৯ দল তৈরি  শুরু হয়েছে। এতে তিন সপ্তাহের ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ৩০ ক্রিকেটার।

ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে সোমবার থেকে  ৩ জুন পর্যন্ত স্কিল ক্যাম্প হবে বিকেএসপিতে। এই দলে ডাক পেয়েছেন এবার বিসিএলে আলো ছড়ানো বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ভারত সফরে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান শামিম পাটোয়ারি। বোলিং দিয়ে চমক দেওয়া সে দলেরই অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী।

২০২০ সালে পরের যুব বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকায়

প্রাথমিক দল:

ওপেনার: মো. প্রান্তিক নওরোজ (বিকেএসপি), সাজিদ হাসান (ঢাকা দক্ষিণ), মোহাম্মদ তাহসিন (বরিশাল), প্রিতম কুমার (রাজশাহী)।

মিডল অডার: আলভি হক (চট্টগ্রাম), পারভেজ হোসেন ইমন (বিকেএসপি), মাহমুদুল হাসান জয় (বিকেএসপি), অমিত হাসান (ঢাকা মেট্রো), শামিম পাটোয়ারি (বিকেএসপি), ফজলে রাব্বি (বিকেএসপি), সাজ্জাদ শাহরিয়ার (বিকেএসপি),  সিফাদ সাদিক খান (ঢাকা দক্ষিণ), আব্দুল্লাহ আল মামুন (রংপুর)।

স্পিনার: মেহেদি হাসান (খুলনা), রকিবুল হাসান (ঢাকা মেট্রো), রকিবুল আতিক (ঢাকা উত্তর), মিনহাজুর রহমান (ঢাকা দক্ষিণ), নাঈম হাসান সাকিব (সিলেট), মুজাক্বির হোসেন (সিলেট)।

অলরাউন্ডার: শাহদাত হোসেন দিপু (চট্টগ্রাম), এনামুল কবির (খুলনা), রিশাদ হোসেন (রংপুর), মৃত্যুঞ্জয় চৌধুরী (ঢাকা মেট্রো), অভিষেক দাস অরন্য (খুলনা), তানজিল হোসেন সাকিব (বিকেএসপি)।

পেসার: রুবেল আহমেদ (সিলেট), শরিফুল ইসলাম (রাজশাহী), আসাদুল্লাহ হিল গালিব (রংপুর), শাহিন আলম (বিকেএসপি), মেহেদি হাসান (চট্টগ্রাম)।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago