প্যারিসে ছুরিকাঘাতে নিহত ১, দায় স্বীকার করেছে আইএস

প্যারিসে এক ব্যক্তির ছুরিকাঘাতে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। প্যারিসের কেন্দ্রস্থলে অপেরা ডিস্ট্রিক্টে হওয়া এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করছেন ফরাসী কর্মকর্তারা।
হামলাকারী পরে পুলিশের গুলিতে নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিলেন।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়ে বলেছে যে শনিবার সন্ধ্যায় তাদের একজন সেনা প্যারিসে হামলা চালিয়েছে।
প্যারিসের যেখানে হামলাটি হয়েছে ওই এলাকাটি নৈশজীবনের জন্য বিখ্যাত। হামলার সময় লোকজন আশপাশের ক্যাফে ও রেস্তোরাঁয় আশ্রয় নেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এক টুইট বার্তায় বলেন, ‘ফ্রান্স আবারও রক্ত দিয়ে দাম দিয়েছে, কিন্তু স্বাধীনতার শত্রুদের কাছে এক ইঞ্চিও নতিস্বীকার করবে না।’
হামলাকারী বেশ কয়েকটি বার ও রেস্তোরাঁয় ঢোকারও চেষ্টা চালিয়েছিল। কিন্তু ভেতরে থাকা লোকজনের বাধায় সে ঢুকতে পারেনি।
ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে স্টান-গান দিয়ে হামলাকারীকে নিবৃত্ত করার চেষ্টা চালায়। পরে গুলিতে সে নিহত হয়। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি।
Comments