জয়ার ‘দেবী’-তে মমতাজ

Popular Singer Momtaz
জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। ছবি: সংগৃহীত

জয়া আহসান প্রযোজিত ও অভিনীত ‘দেবী’-র একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। গানের শিরোনাম ‘দোয়েল পাখি কন্যারে’।

রাকিব হাসান রাহুলের লেখা, প্রীতম হাসানের সুর ও সংগীতে এই গান থাকবে ছবিটিতে।

জয়া আহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “নতুন ছবি ‘দেবী’র গল্পের প্রয়োজনে একটি দৃশ্যে আমার এবং পরিচালকের মনে হয়েছে মমতাজ আপার গান থাকলে দৃশ্যটি অন্যরকম কিছু হবে। সে ভাবনা থেকেই গানটি ধারণ করা হয়।”

“খুব দরদ দিয়ে গানটি গেয়েছেন মমতাজ আপা। আমার মনে হয় আমরা যেমন আপ্লুত হয়েছি, দর্শক-শ্রোতাও গানটি তেমনভাবেই অনুভব করবেন,” যোগ করেন জয়া।

শিগগিরই ‘দেবী’ সিনেমার গান ধারাবাহিকভাবে প্রকাশিত হবে বলেও জানান তিনি।

ছবিটিতে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়াসহ আরো অনেকে।

অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ মুক্তি পাবে আগামী কয়েক মাসের মধ্যে।

Comments

The Daily Star  | English

Iran announces new wave of attacks on Israel: state TV

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

54m ago