রাজ-শুভশ্রীর রিসেপশনে প্রথম স্ত্রীর শুভেচ্ছাবার্তা!

Raj and Subhasree
পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী। ছবি: সংগৃহীত

এই মুহূর্তে কলকাতার বিনোদন সাংবাদিকদের খবরের প্রধান আকর্ষণ রাজ চক্রবর্তী-শুভশ্রী জুটির বিয়ে, বিয়ের পর বৌভাত; যাকে অনেকেই রিসেপশন পার্টিও বলে থাকেন। গত ১১ মে সন্ধ্যার লগ্নে সাতপাঁকে বাধা পড়েন টালি আকাশের দুই নক্ষত্র। আজ (১৩ মে) তাঁদের রিসেপশন পার্টি।

যদিও নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনও জায়গা নেই। তবুও একবার স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে, গত তিন দশকের ইতিহাস ঘাঁটলে রাজ চক্রবর্তীর মতো এতো দ্রুত সময়ে পরিচালনায় সাফল্য পাওয়া আর কোনও পরিচালক কলকাতায় নেই।

তবে রাজ চক্রবর্তীর চেয়ে দ্রুত সিঁড়ি বেয়ে অনেকটাই সাফল্যের সিলিং ছুঁতে হয়েছে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক ছবির টপ থ্রি-এর মধ্যে অন্যতম অভিনেত্রী শুভশ্রীকে।

আজ (১৩ মে) কলকাতায় রাজের আবাসন আরবানায় রিসেপশন পার্টি হতে চলেছে। আশা করা হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি রাজবাড়ির ওই জুটির বিয়ের দিনটি টালি আকাশের বাকি গ্রহ-নক্ষত্রের মিলন মেলায় পরিণত হবে।

এই হাই-ভোল্টেজ বিয়ের রিসেপশনে আমন্ত্রিত অতিথির তালিকায় রয়েছেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। রয়েছেন সাংবাদিক, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং অবশ্যই চলচ্চিত্র জগতের রথী-মহারথী প্রায় সকলেই। সব মিলিয়ে আমন্ত্রিত অতিথির সংখ্যা চার হাজার অতিক্রম করতে পারে।

বিয়ের আগে বাগদান থেকে শুরু করে, গায়ে হলুদ কিংবা বিয়ের সিঁদুর দানের খুঁটিনাটি খবর- সংবাদমাধ্যমের সৌজন্যে এরই মধ্যে পাঠকদের মনের গভীরে পৌঁছেছে সন্দেহ নেই।

কিন্তু যে খবরটি এখন অনেকটাই নতুন সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী নাম শতাব্দী মিত্র আজ রাজ-শুভশ্রীর জন্য শুভকামনা করেছেন, পাঠিয়েছেন শুভেচছাবার্তাও। বলেছেন, ওরা যেন দুজনই ভাল থাকে। সুখে থাকে। কলকাতার একটি পত্রিকার অনলাইনে প্রকাশিত খবর থেকে এমন তথ্য জানা যায়।

আরও পড়ুন:

রটনার উল্টো ঘটনা ঘটিয়ে দিলেন রাজ-শুভশ্রী

Comments

The Daily Star  | English
BDR protest Kakrail today

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

1h ago