টেস্ট ক্রিকেটের কঠিন বাস্তবতা টের পেল আইরিশরা

টেস্টে আইরিশ ব্যাটসম্যানদের শুরুটা বিপর্যয়ের মধ্যে দিয়ে। ছবি: এএফপি

পাকিস্তানকে মাঝারি সংগ্রহে আটকে রেখে বেশ চনমনে ছিল আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে সেই চনমনে ভাব উবে গেছে তাদের। পাকিস্তানের পেসারদের সামনে বিধ্বস্ত হয়ে ফলো অনে পড়েছে তারা। অবশ্য ফলো অনে পড়ার  পর প্রতিরোধ গড়েছেন দুই ওপেনার।

রোববার ডাবলিন টেস্টের তৃতীয় দিনে ৯ উইকেট পড়ার পর ৩১০ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ১৩০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলো অনে নামার পর বিনা উইকেটে ৬৪ নিয়ে দিন পার করেছেন এড জয়েস ও উইলিয়াম পোর্টারফিল্ড।

দ্বিতীয় দিনে বিপদে পড়া পাকিস্তানকে উদ্ধার করেছিলেন শাদাব খান আর ফাহিম আশরাফ। এই জুটি তৃতীয় দিনে আর জমেনি। আর ৩ রান যোগ করে ৫৫ রানে আউট হন শাদাব। অভিষেক টেস্টে নেমে সেঞ্চুরির আশা জাগানো ফাহিম ফেরেন ৮৩ রানে। ৩০৬ রানে ৯ উইকেট পড়ার পর ৩১০ রানে যেতেই ইনিংস ঘোষণা করে বসেন সরফরাজ আহমেদ। পরে যেটা কাজে লেগেছে বেশ। আইরিশদের হয়ে ৪ উইকেট নেন টিম মারটাঘ।

লাঞ্চের আগে টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাটিং পেয়ে রীতিমতো খড়কুটোর মতো উড়ার অবস্থা হয় আইরিশদের। মোহাম্মদ আমির আর মোহাম্মদ আব্বাসের পেসের ঝাঁজে মাত্র ৭ রানে ৪ উইকেট খুইয়ে বসে তারা। দলকে ৩৬ রানে রেখে ফিরে যান পল স্টার্লিংও। ভয়াবহ বিপর্যয়ের মধ্যে বাধ সাধার চেষ্টা করেছেন কেভিন ওব্রায়েন ও গ্যারি উইলিসন। দুজনের চল্লিশোর্ধ্ব দুটো ইনিংসে কিছুটা মান বাঁচাতে পারে স্বাগতিকরা। কেভিন ৪০ রানে আউট হলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন উইলসন।

পাঁচদিনের টেস্টের প্রথম দিনের খেলা পুরো পরিত্যক্ত হওয়ায় চার দিনে নেমে আসা টেস্টের ফলো অনের হিসাবও নেমে আসে ১৫০ রানের ব্যবধানে। ১৩০ রানে গুটিয়ে গিয়ে তাই ফলো অনেই পড়ে যায় আয়ারল্যান্ড।

ইনিংস হারের শঙ্কায় থাকা আইরিশদের তৃতীয় দিনের শেষ বিকেলে কিছুটা আশার জোগান দিয়েছেন দুই ওপেনার। গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়েসে (৩৯ বছর) অভিষিক্ত এড জয়েস ও অধিনায়ক পোর্টারফিল্ড ২৬ ওভার টিকে থেকে ৬৪ রান তুলেন। জয়েস অপরাজিত আছেন ৩৯ রানে, পোর্টারফিল্ডের রান ২৩।

ইনিংস হার এড়াতে এখনো ১১৬ রান করতে হবে আয়ারল্যান্ডকে। টেস্টের ফল পাওয়ার জন্যে পড়ে আছে পাক্কা দুই দিন। নিজেদের প্রথম টেস্টেই টেস্ট ক্রিকেটের বাস্তবতার দেখা পাওয়া আইরিশদের সামনে কাজটা বেশ শক্ত। 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৯৬ ওভারে ৩১০/৯ (ডি.) (আগের দিন ২৬৮/৬) (শাদাব ৫৫, ফাহিম ৮৩, আমির ১৩, আব্বাস ৪*, রাহাত ০*; মারটাঘ ৪/৫৫, র‍্যাঙ্কিন ২/৭৫, কেইন ০/৮৬, টমসন ৩/৬২, কেভিন ০/২০, স্টার্লিং ০/১১)।

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৪৭.২ ওভারে ১৩০ (জয়েস ৪, পোর্টারফিল্ড ১, বালবার্নি ০, নিয়াল ০, স্টার্লিং ১৭, কেভিন ৪০, টমসন ৩, কেইন ০, উইলসন ৪৪*, র‍্যাঙ্কিন ১৭, মারটাঘ ৫; আমির ২/৯, আব্বাস ৪/৪৪, রাহাত ০/১৮, ফাহিম ১/১৮, শাদাব ৩/৩১, সোহেল ০/১)।

আয়ারল্যান্ড ২য় ইনিংস: (ফলো অনের পর) ২৬ ওভারে ৬৪/০ (জয়েস ৩৯*, পোর্টারফিল্ড ২৩*; আমির ০/২, আব্বাস ০/১৩, রাহাত ০/১৮, ফাহিম ০/১৫, শাদাব ০/১৫)।

 

 

Comments

The Daily Star  | English

Israel launches major attack on Iran: what we know so far

‘Nuclear plant, military sites’ hit; strikes likely killed Iranian chief of staff, top nuclear scientists; state of emergency declared in Israel, fearing Iranian retaliation

4h ago