চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে ৯ নারীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি স্টিল মিলের ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড়ের মধ্যে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, মৃতরা সকলেই নারী। সেখানে প্রায় ৩৫ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
চট্টগ্রামের পুলিশ সুপার নূর-এ-আলম মিনা দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয়।
তিনি বলেন, মূলত ‘হিটস্ট্রোকে’ আক্রান্ত হয়েই হতাহতের ঘটনা ঘটে। তারা সবাই বোরকা পরিহিত ছিলেন। তবে প্রচণ্ড ভিড় থাকায় কেউ কেউ পদদলিত হয়েও মারা গিয়ে থাকতে পারে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম ইমরান ভুইয়া জানান, উপজেলার ঘাটিয়াডাঙ্গা গ্রামে কবীর স্টিল রি-রোলিং মিলের (কেএসআরএম) ইফতার সামগ্রী বিতরণের কথা শুনে গত রাত থেকেই গরিব লোকজন ভিড় জমিয়েছিলেন। প্রায় ১০ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের প্রস্তুতি নিয়েছিল প্রতিষ্ঠানটি।
Comments