খুলনায় ৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমর্থকদের ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া ও জোর করে সিল মারার অভিযোগে আজ (১৫ মে) সিটির তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীর বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, ইকবালপুর বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্র এবং লবনচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে আজ ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সেই কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের একদল লোককে ইকবালপুর বালিকা বিদ্যালয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিতে ও জোর করে সিল মারতে দেখা যায়। অনিয়মের ঘটনায় অপর দুটি কেন্দ্রেও ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রিজাইডিং কর্মকর্তা খলিলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল ১১টার দিকে ইকবালপুর বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন:
Comments