ভোট ডাকাতি হয়েছে: রিজভী, ভরাডুবির ভয়ে অভিযোগ: নানক

বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, সকাল সাড়ে আটটায় মধ্যে পুলিশের সহায়তায় ৪০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমরা খবর পাচ্ছি, অধিকাংশ কেন্দ্রে এজেন্টরা ঢুকতে পারছে না। অতীতের মতো সেই একই স্বরূপ, একই সন্ত্রাসের পুনরাবৃত্তি।’
খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আজ সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘ভোট-ডাকাতির যে বিষয়টি আমরা অভিযোগ করেছি, ভোটগ্রহণের পর থেকে ডাকাতি যে চরিত্র দেখছি, কেড়ে নেওয়া, বের করে দেওয়া, আটকে রাখা, রক্তাক্ত করা, ব্যালট বাক্স নিয়ে যাওয়া, ভোটারদের ভয়ভীতি দেখানো, নারী এজেন্টদের হুমকি দেওয়া, এটা তো ডাকাতির নিদর্শন ও চিহ্ন দেখছি।’
রিজভী অভিযোগ করেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে গিয়ে নৌকার যারা এজেন্ট আছেন, তাদের নিরাপত্তা দিয়ে বলেছেন যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আপনারা নৌকা মার্কায় সিল মারতে থাকেন। এখানে ভোটারদের সিল মারার চাইতে আপনার সিলমারা অব্যাহত রাখুন।’
অন্যদিকে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘খুলনা সিটি নির্বাচন এই নির্বাচন অত্যন্ত আনন্দ, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষে সব ভোটার ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন।’
জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করে বলেন, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনের কার্যক্রম চলছে, সেখানে শুরু থেকেই বিএনপি মিথ্যাচারের আশ্রয় নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনে ভরাডুবি হবে বুঝেই বিএনপি, নানা অভিযোগ করছে।
তিনি আরও বলেন, একদিকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভূরি ভূরি অভিযোগ, আরেক দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করা—এটা স্ববিরোধী।
বিএনপি নেতা রিজভীর অভিযোগের প্রতিক্রিয়া নানক এসব কথা বলেন।
Comments