চূড়ান্ত দলেও থাকবেন ইকার্দি-দিবালা?

রাশিয়া বিশ্বকাপের জন্যে ৩৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এতে অনেকটা চমক হয়ে জায়গা করে নিয়েছেন ২৫ বছর বয়সী মাউরো ইকার্দি। জায়গা পেয়েছেন পাওলো দিবালা। আক্রমণভাগ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকা দুইবারের চ্যাম্পিয়নদের মূল দলে কারা টিকছেন তা নিয়ে চলছে জল্পনা।
সোমবার ৩৫ জনের দল দেন কোচ হোর্হে সাম্পাওলি। আগামী সপ্তাহে তা নেমে আসবে ২৩ জনে। প্রাথমিক দলে আক্রমণভাগে আছেন ৮ জন।
মূল দল দিলে সেখান থেকে বাদ পড়বেন তিনজন। দলে সেরা তারকা লিওনেল মেসি তো থাকছেনই। সার্জিও আগুয়েরো এবং গঞ্জালো হিগুয়েইনের জায়গা পাওয়াও নিশ্চিতই। বাকি দুই জায়গার জন্য প্রতিযোগিতায় আছেন পাঁচজন। এরমধ্যে পাওলো দিবালা আর মাউরো ইকার্দিই এগিয়ে। তবে অভিষেকের পর থেকে পাঁচ বছরে এ পর্যন্ত মাত্র ৪টি ম্যাচ খেলেছেন তিনি। কখনই দলে থিতু হতে না পারা ইকার্দির জন্য নেতিবাচক হতে পারে।
গোলরক্ষক সার্জিও রোমেরোর জায়গা নিয়ে প্রশ্ন নেই। তিনি থাকছেন এবারও। গতবারের ফাইনালিস্টদের মধ্যমাঠে আলো ছড়াতে এবারও আছেন অভিজ্ঞ হাভিয়ের মাসচেরানো, অ্যাঙ্গেল ডি মারিয়া, এভার বনেগার মতো তারকারা। তবে জায়গা হয়নি পিএসজির হেভিয়ের পাস্তোরোর
আর্জেন্টিনার ৩৫ সদস্যের প্রাথমিক দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজমান, উইলি কাবায়েরো, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মারকাদো, নিকোলাস থামেনি, ফেদেরিকো ফাজিো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস রোহো, মার্কোস একুইনা, রামিরো ফিউনেস মরি, ক্রিসতিয়ান আনসালদি, এদুয়ার্দো সাওভিও, গারমান পেজ্জেয়া।
মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো, অ্যাঙ্গেল ডি মারিয়া, এভার বানেগা, লুকাস বিলিয়া, ম্যানুয়েল লানজিনি, জিও লো চেলসো, রিকার্দো সেঞ্চুরিয়ন, গুইদো পিজারো, লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক্সিমিলিয়ানো মেজা, এনজো পেরেজ, পাবলো পেরেজ, রদ্রিগো বাত্তালিয়া।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, পাওলো দিবালা, মাউরো ইকার্দি, ক্রিস্তিয়ান পাভোন, লতারো মার্টিনেজ, ডিয়েগো পেরেত্তি।
Comments