জিয়া অরফানেজ মামলায় খালেদার জামিন বহাল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ খালেদার জামিনের বিরুদ্ধে সরকার ও দুর্নীতি দমন কমিশনের আপিল খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে বিচারিক আদালতে সাজার রায়ের বিরুদ্ধে খালেদার আপিল শুনানি করে ৩১ জুলাইয়ের মধ্যে রায় দেওয়ার জন্যও হাইকোর্টে বিচারপতি এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চকে আদেশ দেন আপিল বিভাগ।
খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, এই মামলায় জামিন বহাল হলেও আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোয় এখনই তিনি কারাগার থেকে বের হতে পারছেন না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১২ মার্চ হাইকোর্ট জামিন দিয়েছিলেন। পরে সরকার ও দুর্নীতি দমন কমিশন হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এই মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
Comments