বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। চার বছর পর ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ সেখানে খেলবে অ্যান্টিগা, জ্যামাইকার মতো বড় ভেন্যুতে।
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। চার বছর পর ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ সেখানে খেলবে অ্যান্টিগা, জ্যামাইকার মতো বড় ভেন্যুতে।

প্রথমে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। দুই টেস্ট সিরিজের পর হবে তিন ম্যাচের ওয়ানডে। একদম শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার দুটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

৪ জুলাই অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে নামবে সাকিব আল হাসানের দল। সিরিজের পরের টেস্ট জ্যামাইকায় ১২ জুলাই থেকেই। ১৪ বছর আগে ২০০৪ সালে আর একবারই জ্যামাইকায় খেলেছিল বাংলাদেশ।

২২ জুলাই গায়ানায় শুরু হবে ওয়ানডে সিরিজ। সেখানেই ২৫ জুলাই মাশরাফি মর্তুজার দলের দ্বিতীয় ম্যাচ। ২৮ জুলাই সেন্ট কিটসে হবে শেষ ম্যাচ।

৩১ জুলাই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও সেন্ট কিটসে। ৪ ও ৫ আগস্ট শেষ দুই টি-টোয়েন্টি হবে ফ্লোরিডায়।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি:

খেলা

তারিখ

ভেন্যু

প্রথম টেস্ট

৪-৮ জুলাই

অ্যান্টিগা

দ্বিতীয় টেস্ট

১২-১৬ জুলাই

জ্যামাইকা

প্রথম ওয়ানডে

২২ জুলাই

গায়ানা

দ্বিতীয় ওয়ানডে

২৫ জুলাই

গায়ানা

তৃতীয় ওয়ানডে

২৮ জুলাই

সেন্ট কিটস

প্রথম টি-টোয়েন্টি

৩১ জুলাই

সেন্ট কিটস

দ্বিতীয় টি-টোয়েন্টি

৪ অগাস্ট

ফ্লোরিডা

তৃতীয় টি-টোয়েন্টি

৫ অগাস্ট

ফ্লোরিডা

 

Comments