কারাগার থেকে ছাড়া পেলেন মালয়েশিয়ার আনোয়ার ইবরাহিম

মালয়েশিয়ার সংস্কারবাদী নেতা আনোয়ার ইবরাহিম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রাজকীয় ক্ষমা ঘোষণার পর তাকে মুক্তি দেওয়া হয়। এর মধ্য দিয়ে মালয়েশিয়ার রাজনীতিতে ফিরে আসার পথ সুগম হলো।
Malaysian reformist Leader Anwar Ibrahim
রাজকীয় ক্ষমা ঘোষণার পর বুধবার কারাগার থেকে ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার নেতা আনোয়ার ইবরাহিম। ছবি: এপি

মালয়েশিয়ার সংস্কারবাদী নেতা আনোয়ার ইবরাহিম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রাজকীয় ক্ষমা ঘোষণার পর তাকে মুক্তি দেওয়া হয়। এর মধ্য দিয়ে মালয়েশিয়ার রাজনীতিতে ফিরে আসার পথ সুগম হলো।

সমকামিতার অভিযোগে ২০১৫ সালে ৭০ বছর বয়সী আনোয়ার ইবরাহিমকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার অভিযোগ ছিল, দীর্ঘদিনের ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে তার কণ্ঠ রুদ্ধ করতে সাজানো অভিযোগে তাকে দণ্ডিত করা হয়েছিল।

আগামী ৮ জুন আনোয়ার ইবরাহিমের সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে ৯ মে’র নির্বাচনে তার জোটের বিজয়ের পর আনোয়ারের কারামুক্তির প্রক্রিয়া তরান্বিত হয়।

রাজকীয় ক্ষমা পাওয়ার পর বুধবার হাসপাতাল থেকে বের হয়ে আসেন। কাঁধে অস্ত্রোপচারের পর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মাহাথির দায়িত্ব ছাড়ার পর তিনিই হবেন মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

52m ago