কন্ঠশিল্পী ইমরান কি সিনেমার নায়ক হচ্ছেন?

Imran and Koushani Mukherjee
ইমরান ও কৌশানী মুখার্জি। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী ইমরান কি এবার নায়ক হচ্ছেন? তাহলে তিনি সিনেমার নায়িকার সঙ্গে কেন?- এমন কিছু প্রশ্ন উঠেছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর সমাধান হলো এবার।

নতুন একটি গানের মিউজিক ভিডিওর জন্য কলকাতার একজন নায়িকার সঙ্গে দেখা গেছে তাঁকে। গানের শিরোনাম ‘ইশশ’। গানটিতে মডেল হয়েছেন কলকাতার ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির নায়িকা কৌশানী মুখার্জি। প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।

স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার সুশাভান দাস।

ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার ‘ইশশ’ একটি প্রেমের গান। এর কথায় বেশ রোমান্টিকতা রয়েছে। আর কৌশানী আমার পছন্দের একজন অভিনেত্রী। তাঁর কাজ আমার অনেক ভালো লাগে। তাঁর প্রায় সবগুলো সিনেমাই আমি দেখেছি।”

গানটির জন্য কৌশানী ছিলেন তাঁর প্রথম পছন্দ- এমনটিও উল্লেখ করেন তিনি।

এদিকে, ইমরানের গাওয়া ‘এমন একটা তুমি চাই’ শিরোনামের একটি গান এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে সম্প্রতি। এর আগেও তাঁর গাওয়া বেশ কয়েকটি গান এক কোটির বেশি ভিউ পেয়েছে। ‘বসগিরি’ ছবির ‘দিল দিল’ গানটি দুই কোটি ভিউ পেরিয়ে গেছে।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

14h ago