খুলনা সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগের সংবাদে যুক্তরাষ্ট্রের হতাশা প্রকাশ

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নির্বাচনে সব দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে দেশটি।
marcia bernicat
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। ছবি: ফাইল ফটো

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নির্বাচনে সব দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আজ (১৬ মে) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন।

নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশ গ্রহণ করায় তিনি সবাইকে অভিনন্দন জানান।

গতকাল (১৫ মে) অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের সংবাদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাষ্ট্রদূত এর স্বচ্ছ তদন্তের দাবি করেন। নির্বাচনে অনিয়ম ও হস্তক্ষেপকে তিনি “খুবই হতাশাব্যঞ্জক” হিসেবে উল্লেখ করেন।

আগামী নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে আইন মেনে চলার আহ্বানও জানান তিনি।

এদিকে, গতকাল জাতিসংঘ এক নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সুষ্ঠু-অবাধ নির্বাচনের দাবি পুনরায় ব্যক্ত করেছে।

উল্লেখ্য, খুলনায় নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিপুল ভোটে জয় লাভ করেন। বিরোধী বিএনপি নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও জোর করে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলে।

Comments