পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা ‘বঙ্গবিভূষণ’ পাচ্ছেন আশা ভোঁসলে

Asha Bhosle
প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে। ছবি: সংগৃহীত

এবার পশ্চিমবঙ্গ সরকারের সবোর্চ্চ স্বীকৃতি ‘বঙ্গবিভূষণ সম্মাননা’ দেওয়া হচ্ছে প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলেকে। আগামী ২১ মে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাপকের হাতে এই সম্মাননা তুলে দেবেন।

এছাড়াও, ওই একই মঞ্চে দেওয়া হবে ‘বঙ্গভূষণ’‌ সম্মাননাও। এবার দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদারও পাচ্ছেন এই সম্মাননা।

সরকারি সূত্রের খবর, অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য সম্মান পাবেন এবার।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘বঙ্গভূষণ’ পান বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, লোকসংগীত শিল্পী লক্ষ্মণদাস বাউল প্রমুখ। আর ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা দেওয়া হয় ওয়াইসি দেবেশ্বর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও ড.‌ অরুণ-প্রসাদ মুখার্জিকে।

২০১১ সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে প্রতিবছর পশ্চিমবঙ্গ, কিংবা ভারতের অন্যান্য রাজ্য অথবা বাংলাদেশের গুণীদের পশ্চিমবঙ্গ সরকার এই সম্মাননা দিয়ে আসছে। গত সাত বছরের প্রায় শতাধিক ব্যক্তি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই স্বীকৃতি-সম্মাননা পেয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশের প্রয়াত নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমও রয়েছেন।

Comments

The Daily Star  | English

BNP activists gathering at Nayapaltan to join Labour Day rally

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

31m ago