শাকিবের দুই চরিত্র প্রকাশ!

আসছে ঈদে সাফটা চুক্তির আওতায় মুক্তির তালিকায় থাকা শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল (২০ মে)। সেখানে দেখা যাচ্ছে শাকিবের দ্বৈত রূপ।

‘ভাইজান এলো রে’ চলচ্চিত্রের ট্রেলার

আসছে ঈদে সাফটা চুক্তির আওতায় মুক্তির তালিকায় থাকা শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল (২০ মে)। সেখানে দেখা যাচ্ছে শাকিবের দ্বৈত রূপ।

শাকিবের অফিসিয়াল ফেসবুক পেজ এবং এস কে মুভিজের ওয়ালে প্রকাশ করা হয়েছে ট্রেলারটি। সেখানে শাকিবকে দেখা যায় পালিয়ে যাচ্ছেন- ভয় পাওয়া সাধারণ একজনের ভূমিকায়। সেই চলচ্চিত্রে আবার সাহসী স্মার্ট চরিত্রেও্র দেখা যায় তাঁকে।

‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে রয়েছেন কলকাতার শ্রাবন্তী এবং পায়েল সরকার। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, রজতাভ দত্ত প্রমুখ।

এ ছবির মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন শাকিব এবং শ্রাবন্তী।

‘ভাইজান এলো রে’ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। একই পরিচালকের ‘শিকারী’, ‘নবাব’ এবং ‘চালবাজ’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান।

আগামী ১৫ জুন কলকাতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ভাইজান এলো রে’ ছবিটির।

ছবির প্রযোজক এস কে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আসছে ঈদেই আমদানির মাধ্যমে বাংলাদেশে ছবিটির মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে। বাকিটা দেখা যাক কী হয়!’

Comments

The Daily Star  | English
electoral irregularities

EC allows 29 more local observers to monitor polls

The Election Commission today allowed 29 more local observers to monitor the upcoming national election

Now