আসছেন নতুন ‘মুন্নাভাই’!
আসছেন নতুন ‘মুন্নাভাই’। জানালেন পরিচালক রাজকুমার হিরানি। পরিচালক যখন সঞ্জয় দত্তের জীবনীচিত্র ‘সঞ্জু’ নিয়েই বেশি ব্যস্ত, তখন প্রশ্ন উঠেছে- কবে আসছেন নতুন ‘মুন্নাভাই’?
ভারতীয় সাপ্তাহিক ‘আউটলুক’-কে মুন্নাভাই সিরিজের পরিচালক রাজকুমার হিরানি বলেন, “সঞ্জয় দত্তকে আমরা ভাই হিসেবে আবার দেখবো এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সঙ্গে দেখবো আরশাদ ওয়াসিকেও।”
২০০৩ সালে ‘মুন্নাভাই এমবিবিএস’ এবং ২০০৬ সালে ‘লাগে রাহো মুন্নাভাই’ তৈরি করে বলিউডপ্রেমীদের বেশ বিনোদন দিয়েছিলেন হিরানি। তাই ‘মুন্নাভাই’ সিরিজের নতুন ছবিটি কবে আসবে এমন প্রশ্নে জবাবে পরিচালক বলেন, “আমরা এই সিরিজের তৃতীয় কিস্তি তৈরি করতে চাই। এ নিয়ে অনেক চিত্রনাট্য লেখাও হয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় কিস্তির সঙ্গে সেসবের মিল রাখা যায়নি। এখন, আমি মজার কিছু একটা হাতে পেয়েছি। তবে তা নিয়ে আরও লিখতে হবে।”
হিরানি এবং অভিজাত জোশি দুজনে মিলে ‘মুন্নাভাই’ সিরিজের গত দুই কিস্তির চিত্রনাট্য লিখেছিলেন। সেই কিস্তি দুটোর সাফল্য নিয়ে মন্তব্য করতে গিয়ে হিরানি বলেন, “সেসময় আমরা দুজনেই নতুন ও সাদাসিধে ছিলাম। যখন ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিটি তৈরি করছিলাম, তখন ভাবতেও পারিনি যে আমরা বলিউডের মূলধারার ছবি বানাচ্ছি।”
“আমার মাথায় শুধু ছিল- আমি একটি ব্যতিক্রমী সিনেমা বানাচ্ছি। বাণিজ্যিকভাবে এটি সাফল্য লাভ করার পাশাপাশি আমরা বলিউডপ্রেমীদের ভালোবাসা পাই। আমার পরিবারের সদস্য ও বন্ধুরা ছবিটি দেখায় আমি বেশ খুশি হয়েছি।”
Comments