আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ইকার্দি নেই, দিবালা আছেন

রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আলোচনায় থাকলেও তাতে জায়গা হয়নি মাউরো ইকার্দির। আক্রমণভাগে জায়গা পেয়েছেন পাওলো দিবালা।
সোমবার কোচ হোর্হে সাম্পাওলি বুয়েন্স আইরেসে সংবাদ সম্মেলনে চূড়ান্ত দল দেন। এর আগে ৩৫ জনের প্রাথমিক দলে ছিলেন ইকার্দি। মূল দলে জায়গা পেতে দিবালার সঙ্গে লড়াই ছিল তার। এবারের মৌসুমে ইন্টার মিলানের হয়ে ৩৪ ম্যাচে ২৯ গোল করে ফর্মের বিচারে এগিয়ে ছিলেন ইকার্দি। তবে সাম্পাওলি শেষ পর্যন্ত বেছে নেন দিবালাকেই।
দল ঘোষণার সময় আর্জেন্টিনা কোচ বলেন, ‘স্কোয়াডে প্রতিশ্রুতিশীল অনেক তরুণ আছে। অভিজ্ঞদের কাছ থেকে তারা কি শিক্ষা নিতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের জন্য আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে। আমার স্বপ্ন এমন এক দল গড়া যারা তাদের প্রতিভা কাজে লাগাতে পারে।’
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে নামবে তারা। ডি গ্রুপে লিওনেল মেসিদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইরেজিয়া।
আর্জেন্টিনার বিশ্বকাপ দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান আনসালদি, মার্কোস রোহো, মার্কোস আকুনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল মারকাদো, নিকোলাস ওটামেন্ডি, হাভিয়ার মাচেরানো, ফেডেরিকো ফ্যাজিও।
মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিলিয়া, এডুয়ার্ডো সালভিও, ক্রিস্টিয়ান প্যাভন, ম্যাক্সিমিলিয়ানো মেজা, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যানুয়েল লানজিনি, জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন।
Comments