টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রিয়াঙ্কা চোপড়া
জনপ্রিয় বলিউড অভিনেত্রী এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া আজ (২২ মে) কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শ করেছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফজুরুল হক টুটুল জানান, আজ সকাল ৮টার দিকে বলিউড অভিনেত্রী প্রথমে টেকনাফের সবরং ইউনিয়নের হরিয়াখালি অ্যাঙ্কর পয়েন্টে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান।
এরপর, এই সাবেক বিশ্বসুন্দরী ল্যাদায় অবস্থিত টেকনাফের অন্যতম বৃহৎ শরণার্থী শিবিরে যান। সেখানে তিনি ইউনিসেফ প্রতিষ্ঠিত শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন।
শেষে, উনচিপরাং এলাকায় অবস্থিত শরণার্থী শিবির পরিদর্শন করেন প্রিয়াঙ্কা। এই শিবিরে অন্তত ৩০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
শরণার্থী শিবিরগুলো পরিদর্শন শেষে প্রিয়াঙ্কা সকাল সাড়ে ১১টার দিকে রয়েল টিউলিপ হোটেলে ফিরে আসেন। গতকাল (২১ মে) কক্সবাজারে এসে তিনি এই হোটেলেই উঠেছেন।
২৩ মে ‘আন্দাজ’-খ্যাত এই অভিনেত্রী আরও কয়েকটি শিবির পরিদর্শন শেষে ২৪ মে ঢাকায় ফিরবেন বলেও উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।
কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এই শীর্ষ বলিউড অভিনেত্রী গতকাল ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হত্যাযজ্ঞ ও জাতিগত সহিংসতার শিকার হয়ে ২০১৭ সালের আগস্ট মাস থেকে অন্তত সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
Comments