বিশ্বকাপ দলের অনুশীলনে যোগ দিলেন মেসি

রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণার পরদিনই রাজধানী বুয়েন্স এইরেসে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। একদিন পর তাতে যোগ দিয়েছেন দলের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসি।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন মেসি। তবে জার্মানির কাছে সেবার হেরে যাওয়ার পর মুষড়ে পড়েন এই তারকা। দু বছর পর কোপা আমেরিকাতেও ব্যর্থতার জেরে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। পরে সবার অনুরোধে সিদ্ধান্ত বদলান মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে বিপদে পড়া দলকে উদ্ধার করে মূল আসরের টিকেটও পাইয়ে দেন বার্সেলোনা তারকা।
এবারও আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নের অন্যতম সারথি মেসি। বিশ্বকাপের আগে সেরা ছন্দেই আছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনার স্প্যানিশ লা লিগা ও কোপা দেল রে জয়ে রাখেন মুখ্য ভূমিকা। এবার লিগে সর্বোচ্চ ৩৪ গোল এসেছে মেসির পা থেকে।
দারুণ এক ক্লাব মৌসুম শেষ করে এবার জাতীয় দায়িত্ব। ১৯৮৬ সালের পর আর কোন বিশ্বকাপ না জেতা আর্জেন্টাইনরা তাকিয়ে আছে মেসির ম্যাজিকাল পা জোড়ার দিকেই।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন। আইসল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
Comments