পূর্ণিমার আলোয় ‘দহন’!

পরিচালক রায়হান রাফির ‘দহন’ থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী বাঁধন। সেই জায়গায় এখন পূর্ণিমাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি, ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বাঁধনকে নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়েছিল। কিন্তু পরে শিডিউল সমস্যার কারণে বাঁধন ছবিটিতে থাকছেন না বলে জানিয়েছেন পরিচালক।
‘দহন’ ছবিতে নায়ক হিসেবে থাকছেন সিয়াম এবং নায়িকা হিসেবে পূজা চেরি। সঙ্গে যোগ দিতে পারেন পূর্ণিমা। প্রযোজনা প্রতিষ্ঠান পূর্ণিমার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, পূর্ণিমা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ‘দহন’ ছবিটি নিয়ে চূড়ান্ত কিছু হয়নি। একটু-আধটু কথা হয়েছে। ছবির গল্প ও চরিত্রটি ভালো লেগেছে। তবে প্রযোজক বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরে এলে বিষয়টি নিয়ে চূড়ান্ত কথা বলতে পারবো।”
উল্লেখ্য, ‘দহন’ ছবি দিয়ে দীর্ঘদিন পর সিনেমায় ফিরতে যাচ্ছেন পূর্ণিমা। ছবিটিতে তাঁকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে।
Comments