ইনজুরি নয়, রোমেরোর বাদ পড়ায় ষড়যন্ত্র দেখছেন স্ত্রী

হাঁটুর চোটে বিশ্বকাপ মিস করছেন আর্জেন্টিনার প্রধান গোলরক্ষক সার্জিও রোমেরো। তবে চাইলেই তাকে দলে রাখতে পারতেন কোচ জর্জ সাম্পাওলি, এমনটাই দাবি করেছেন রোমেরোর স্ত্রী ইলিয়ানা গার্সিও। হাঁটুতে কোন কিছু না ভাঙায় চিকিৎসকের ভাষ্য অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে এ চোট ঠিক হয়ে যাবে বলেই জানালেন তিনি।
Sergio Romero and his wife Eliana Guercio
স্ত্রীর সঙ্গে সার্জিও রোমেরো। ছবি: এএফপি

হাঁটুর চোটে বিশ্বকাপ মিস করছেন আর্জেন্টিনার প্রধান গোলরক্ষক সার্জিও রোমেরো। তবে চাইলেই তাকে দলে রাখতে পারতেন কোচ জর্জ সাম্পাওলি, এমনটাই দাবি করেছেন রোমেরোর স্ত্রী ইলিয়ানা গার্সিও। হাঁটুতে কোন কিছু না ভাঙায় চিকিৎসকের ভাষ্য অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে এ চোট ঠিক হয়ে যাবে বলেই জানালেন তিনি।

টিভি শো লস অ্যাঞ্জেলস ডি লা মানানায় এক সাক্ষাৎকারে গার্সিও বলেন, ‘হাঁটুতে কোন কিছু  ভাঙেনি । শুধু একটি তরুণাস্থি সরে গিয়েছে। কোন ধরণের অস্ত্রোপচার লাগবে না বলেই চিকিৎসক জানিয়েছেন। তাদের ভাষায় এ ধরণের ইনজুরি থেকে সেরে উঠতে সর্বোচ্চ দুই সপ্তাহ লাগে। তাই বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবে।’

আগের দিনে এক টুইট বার্তায় রোমেরোর বিশ্বকাপ থেকে বাদ পরার কথা জানায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। রোমেরো হাঁটুতে চিড় ধরা পড়েছে বলে দাবি করে সংস্থাটি। তবে এর তীব্র বিরোধিতা করেন গার্সিও, ‘আমার স্বামী যেভাবে কাজ করছে তাতে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ফিরে আসবে। তবে অনেক মানুষ আছে যারা তাকে বাইরে দেখতে চায়। তারা বলছে এটা ভেঙ্গে গিয়েছে। আমি এ মিথ্যে শুনতে শুনতে ক্লান্ত।’

মূলত স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়েই ইনজুরিতে পড়েন রোমেরো। এর পর থেকে পুনর্বাসনে আছেন এ গোলরক্ষক। অনেকটা সেরে উঠেছেন বলেও দাবি করেছেন তার স্ত্রী। এমনকি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই বিশ্বাস তার। 

২০০৯ সাল থেকে আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক হিসেবে পুরো ৯০ মিনিট খেলে আসছেন রোমেরো। খেলেছেন ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ। তবে সাম্পদোরিয়া থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর থেকে সময়টা ভালো কাটছে না তার। এ ক্লাবের হয়ে গত তিন বছরে ম্যাচ খেলেছেন মাত্র ৩৮টি।

এদিকে রোমেরো বিকল্প হিসেবে মেক্সিকোর ক্লাব তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গ্রুসমানকে অন্তর্ভুক্ত করেছে এএফএ। আর স্কোয়াডে আছেন চেলসির উইলি ক্যাবালারো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি। দুইজনই যথেষ্ট প্রতিশ্রুতিশীল। কিন্তু তারপরও দলের মুল গোলরক্ষককে হারানো আর্জেন্টাইন দলের জন্য বেশ বড়সড় ধাক্কা।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

5h ago