প্রথম রাউন্ড থেকেই আর্জেন্টিনার বাদ পড়ার শঙ্কা দেখছেন ম্যারাডোনা

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম রাউন্ড পার হতে পারে কিনা তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো এই তারকা বেজায় ক্ষেপেছেন কোচ হোর্হে সাম্পাওলির উপর। কোচের গোলমেলে রণকৌশলের কারণেই নাকি এবার ডুববে আর্জেন্টিনা।
Diego Maradona
ফাইল ছবি: এএফপি

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম রাউন্ড পার হতে পারে কিনা তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো এই তারকা বেজায় ক্ষেপেছেন কোচ হোর্হে সাম্পাওলির উপর। কোচের গোলমেলে রণকৌশলের কারণেই নাকি এবার ডুববে আর্জেন্টিনা।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বেলারুসিয়ান ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যানের দায়িত্ব নেন ম্যারাডোনা। সেই অনুষ্ঠানেই ‘ফুটবল ঈশ্বর’ খ্যাতি পাওয়া এই তারকা নিজ দেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে চাঁছাছোলা মন্তব্য করেছেন। তাতে তিনি এক হাত নিয়েছেন কোচ সাম্পাওলিকে, ‘খেলোয়াড়দের উপর আমার আস্থা আছে, কিন্তু কোচের উপর নেই। তার খেলার কোন কৌশল নেই, আক্রমণে যাওয়া বা রক্ষণে থাকার জন্য তার পোক্ত চিন্তা নেই। সে নাকি  ২-৩-৩-২ ফরমেশনে খেলবে। এটা তো কাণ্ডজ্ঞানহীন ব্যাপার, এটা হাস্যকর। সেই ফুটবলের যুগ ১৯৩০ সালে শেষ হয়েছে।’

আর্জেন্টিনা তাদের দুই বিশ্বকাপ ট্রফির সর্বশেষটি বিশ্বকাপে জিতেছিল ১৯৮৬ সালে। মনে করা হয় অনেকটা ম্যারাডোনার একক নৈপুণ্যেই জয় পায় দক্ষিণ আমেরিকান দেশটি। পরে ২০১০ সালে কোচ হিসেবেও দেশকে বিশ্বকাপ জেতানোর সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেবার কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।

১৯৯৩ সালে কোপা আমেরিকা জেতার পর বড় কোন ট্রফি জিততে পারেনি দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার লিওনেল মেসিকে ঘিরে ফের আশায় যখন সমর্থকরা তখন আলো দেখছেন না ম্যারাডোনা। তবে এতে খেলোয়াড়দের কোন সমস্যা দেখছেন না তিনি,  ‘সমস্যা খেলোয়াড়রা নয়, সমস্যা তাদের যিনি গাইড করছেন তিনি। কি করতে চান সে সম্পর্কে তার ধারণা নেই। যদি কোচ পুরো কনসেপ্ট নিয়েই ধোঁয়াশায় থাকে তাহলে খেলোয়াড়রা মিরাকল এনে দেবে না।’

ম্যারাডোনা তো শঙ্কা দেখছেন প্রথম রাউন্ড পার হওয়া নিয়েই। রাশিয়ায় এবার ‘ডি গ্রুপে’ আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। এদের টপকে তারা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ম্যারাডোনা, ‘গ্রুপের তিন প্রতিপক্ষ মোটেও সহজ না। প্রথম রাউন্ড পার হওয়া নিয়ে আমার গভীর সন্দেহ আছে।’

বিশ্ব মঞ্চে নিজেদের আনা সব অর্জন এই বিশ্বকাপে ধূলিসাৎ হয়ে যায় কিনা তা নিয়েও বড় ধরনের শঙ্কা তার, ‘আর্জেন্টিনা এই দলের কোন অভিজ্ঞতা নেই, নেতৃত্ব নেই, কোন পরিকল্পনা নেই। আমার মনে হয় আমরা মানসম্মান হারানোর বড় ধরণের ঝুঁকিতে আছি। একসময় চ্যাম্পিয়ন হয়ে আমরা যে সম্মান অর্জন করেছিলাম তা ধূলিসাৎ হয়ে যাবে।’

কোচকে ধুয়ে দিলেও ম্যারাডোনা পক্ষ নিয়েছেন মেসির। আর্জেন্টিনাকে বড় কোন ট্রফি জেতাতে না পারায় প্রায়ই তেতো কথা শুনতে হয় মেসিকে। তবে ম্যারাডোনা মনে করেন মেসি এমনিতেই সেরা, সে কাপ জিতুক বা নাই জিতুক,  ‘শ্রেষ্ঠ হওয়ার জন্য মেসির কাপ পাওয়ার দরকার নেই। মেসি এমনিতেই চ্যাম্পিয়ন খেলোয়াড়। ৪০ বছর বিশ্ব ফুটবলে থাকার অভিজ্ঞতা নিয়ে আমি এটা বলছি।’

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

5h ago