‘বন্দুকযুদ্ধে’ পৌরসভার কাউন্সিলরসহ নিহত ১১

Gunfight logo

দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানে গতরাতে ১১ জেলায় আরও ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে টেকনাফ পৌরসভার একজন কাউন্সিলরও রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। অভিযানের সময় বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন।

এ নিয়ে গত ১৩ দিনে ৮৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেল।

গত ৪ মে থেকে দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে নামে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর পর ১০ দিনের বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মাদকবিরোধী বিশেষ অভিযান চালাতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে পুলিশ ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। রমজানের প্রথম দিন থেকে ১০ দিন মাদকবিরোধী এই বিশেষ অভিযান চালাতে বলা হয়। পুলিশের যেসব ইউনিট মাদকবিরোধী অভিযানে সাফল্য দেখাবে তারা প্রশংসিত হবে এবং ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

'We know how to fight through adversity': Women footballers eye world stage

Captain Afeida Khandakar, her voice steady with emotion, said: “This is a moment we will never forget."

2h ago