রাঙ্গামাটিতে গুলিতে ৩ জন নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট গঙ্গারাম করল্যাছড়ি নামক এলাকায় দুবৃর্ত্তের গুলিতে তিন জন নিহত হয়েছেন। আজ ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ইউপিডিএফের দাবি, নিহত তিন জনই তাদের কর্মী।
Gunfight logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট গঙ্গারাম করল্যাছড়ি নামক এলাকায় দুবৃর্ত্তের গুলিতে তিন জন নিহত হয়েছেন। আজ ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ইউপিডিএফের দাবি, নিহত তিন জনই তাদের কর্মী।

নিহতরা হলেন- সঞ্জীব চাকমা (৩০), স্মৃতি চাকমা (৫০) এবং অটল চাকমা (৪০)। এসময় কানন চাকমা নামে আরো একজন আহত হয়েছেন।

ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা জানান, আজ ভোরের দিকে আমাদের যুব ফোরামের কর্মী সঞ্জীবসহ ইউপিডিএফ কর্মী অটল ও স্মৃতিতে হত্যা করেছে জেএসএস সংস্কারবাদীরা।

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কেদ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এটা তাদের নিজেদের ঝামেলা হতে পারে। এ ঘটনার সাথে আমাদের কোনও সম্পৃক্ততা নেই। আমরা খুনোখুনিতে বিশ্বাসী না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আনোয়ার জানান, আজ ভোরের দিকে সাজকের করল্যাছড়িতে তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। আমরা লাশ উদ্ধারের জন্য যাচ্ছি। পরে বিস্তারিত জানা যাবে।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago