বিশ্বকাপে বিদেশি পতাকা ওড়ানো নিষিদ্ধ চেয়ে রিট
বিশ্বকাপে সমর্থকদের পছন্দের পতাকা ওড়ানোর হিড়িক পড়ে বাংলাদেশে। ব্রাজিল, আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায় বাংলাদেশের আকাশ। এটা পছন্দ হয়নি মোহাম্মদ নুরুল আমিন নামের এক ব্যক্তির। বিদেশি পতাকা ওড়ানো কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রিট করেছেন তিনি।
রোববার এই রিট হওয়ার পর বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে।
রিটে বলা হয়, ‘বাংলাদেশের পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী বিদেশি দূতাবাসের সামনে সেইসব দেশের পতাকা ওড়ানো যাবে। কিন্তু দেশের অন্য কোন জায়গায় তা ওড়াতে হলে সরকারের অনুমতি নিতে হবে।’
বিশ্বকাপের সময় বাংলাদেশে বিদেশি পতাকা ওড়ানো নিষিদ্ধ করে স্বরাষ্ট্র সচিবকে একটি নির্দেশনা জারির আহবান করা হয়েছে রিটে।
রাশিয়ায় এবারের ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১৪ জুন। এরমধ্যেই বিভিন্ন দেশের পতাকা উড়তে শুরু করেছে বাংলাদেশের আকাশে।
Comments