ঈদে ৪ দিন মৈত্রী এক্সপ্রেস চলবে না

maitree express
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত চারদিন কলকাতা-ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস বন্ধ রাখা হবে। ছবি: স্টার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত চারদিন কলকাতা-ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আজ (২৮ মে) দুপুরে ভারতীয় পূর্ব-রেলের প্রধান জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক ইমেল বার্তায় এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ১৩১০৭/১৩১০৮ এবং ১৩১০৯/১৩১১০ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস আগামী ১৫ জুন থেকে ১৮ জুন তারিখ চলবে না।

একইভাবে ঢাকা থেকে ১৩০৭/১৩০৮ মৈত্রী এক্সপ্রেসটি আগামী ১৬ জুন এবং ১৮ জুন ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছাড়বে না।

এর পরের নির্ধারিত সূচি অনুযায়ী দুই দেশের মধ্যে যাত্রীবাহী আন্তর্জাতিক এই ট্রেন সার্ভিস নিয়মিত চলবে।

প্রসঙ্গত, বর্তমানে সপ্তাহে ছয়দিন কলকাতা-ঢাকা রুটের মধ্যে যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করে। প্রতিবছরই ঈদের কারণ এই রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে।

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago