কন্ডিশন জেনে মোস্তাফিজের বিকল্প ঠিক করবেন নির্বাচকরা
শেষ মুহূর্তে চোটের কারণে মোস্তাফিজুর রহমান ছিটকে পড়ায় তার বিকল্প কে হবে তা এখনো চূড়ান্ত করতে পারেননি নির্বাচকরা। বিকল্প হিসেবে কাউকে পাঠানো হবে কিনা কিংবা কাকে পাঠানো হবে তা নির্ভর করছে কন্ডিশন যাচাইয়ের উপর। দল পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন দেরাদুনে দলের প্রথম দিনের অনুশীলন দেখে সিদ্ধান্ত নেবেন তারা।
মঙ্গলবার সকালে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রওয়ানা হয় বাংলাদেশ দল। চোটে ছিটকে যাওয়া মোস্তাফিজের বদলি খুঁজতে ওইসময়ই বৈঠকে বসেন নির্বাচকরা। কিন্তু বৈঠক শেষে জানানো হয় আপাতত বিকল্পের নাম ঘোষণা করা হবে না। কোন ব্যাপারের উপর আটকে আছে চূড়ান্ত সিদ্ধান্ত তা জানিয়েছেন আকরাম, ‘আমরা সংক্ষিপ্ত তালিকা করে ফেলেছি। কাল বা পরশু জানিয়ে দেব। দল আজ সেখানে গিয়েছে। কাল প্রথম অনুশীলন শুরু করবে। সবকিছু দেখে আমরা ঠিক করব। মোস্তাফিজের চোটটা যেহেতু শেষ মুহূর্তে ধরা পড়েছে। আমরা একটু সময় নিচ্ছি।’ জানা গেছে, কন্ডিশন দেখে যদি মনে হয় যারা আছেন তারাই পর্যাপ্ত তাহলে বিকল্প হিসেবে কাউকেই পাঠানো হবে না।
আইপিএলের শেষ ম্যাচে পা দিয়ে বল ঠেকাতে গিয়ে বাম পায়ের বুড়ো আঙুলে চোট পান মোস্তাফিজ। দেশে ফিরে গত শনিবার সেই চোট নিয়েই অনুশীলন ম্যাচ খেলেছেন তিনি। ব্যথা বাড়ার পর রোববার ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ জানান তার ইনজুরির খবর। তবে তখনও গুরুতর ছিল, সময়ের সঙ্গে তা বেড়েছে বলে জানান আকরাম, ‘সে ব্যথাটা পেয়েছিল আইপিএলে ওর শেষ ম্যাচে। এসে সে কমপ্লেন করেছে ফিজিওকে। শুরুতে ব্যথাটা তেমন ছিল না। ধীরে ধীরে এটা বেড়েছে। যাওয়ার আগে কাল আরেকবার দেখাতে গিয়ে ধরা পড়ল চোটটা আসলেই গুরুতর।’
ভারতের দেরাদুনে ৩, ৫ ও ৭ জুন আফগানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
Comments