ছুটি না কাটিয়ে অনুশীলনে ব্রাজিলের ফিরমিনো

হাতে ছুটি আছে আরও দুই দিন। কিন্তু তাতে কি? বিশ্বকাপের অনুশীলন বলে কথা। তাও নিজের প্রথম বিশ্বকাপ। তাই বিশ্রামের কথা বাদ দিয়ে লন্ডনে অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।
firmino
অনুশীলনে ফিরমিনো। ছবি : রয়টার্স

হাতে ছুটি আছে আরও দুই দিন। কিন্তু তাতে কি? বিশ্বকাপের অনুশীলন বলে কথা। তাও নিজের প্রথম বিশ্বকাপ। তাই বিশ্রামের কথা বাদ দিয়ে লন্ডনে অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের হয়ে মাঠে ছিলেন ফিরমিনো। তার সঙ্গে সে ম্যাচে ছিলেন রিয়াল মাদ্রিদের দুই ব্রাজিলিয়ান মার্সেলো ও ক্যাসেমারো। খেলার মধ্যে থাকায় বুধবার পর্যন্ত এই তিন খেলোয়াড়কে ছুটি দিয়েছিলেন কোচ তিতে। কিন্তু লন্ডনে অনুশীলনের প্রথম দিনেই যোগ দিয়েছেন ফিরমিনো।

সোমবার সন্ধ্যায় ফিটনেস টেস্ট দেন ফিরমিনো। তবে দু’দিনের ছুটি উপভোগ করেই বুধবার দলের সঙ্গে যোগ দিবেন মার্সেলো ও ক্যাসেমারো। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে দেওয়া বিবৃতিতে ফিরমিনো বলেন, ‘বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আমার আর দুই দিন সময় ছিলো। কিন্তু আমি আগেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং শুরুও করে দিয়েছি।’

ঘরের মাঠে টানা এক সপ্তাহ অনুশীলন ক্যাম্প করেছিলো ব্রাজিল দল। শনিবার শেষ দিনের অনুশীলন শেষে এক দিনের বিশ্রাম নিয়ে সোমবার লন্ডন পৌঁছেয় দলটি।  টটেনহ্যামের মাঠে সেদিনই নেমে পড়ে অনুশীলনে। চলবে আগামী ৮ জুন পর্যন্ত। খেলবে অনুশীলন ম্যাচও। এরপর মূল পর্বের জন্য রাশিয়া উড়াল দেবে দলটি।

গ্রুপ ‘ই’তে ব্রাজিলের সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ১৮ জুন নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা। এরপর ২২ জুন কোস্টারিকা ও ২৮ জুন সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি।

Comments