কর ফাঁকির দায়ে ব্রাজিলের কোচ আনচেলত্তির ১ বছরের কারাদণ্ড

ছবি: এএফপি

কর ফাঁকির দায়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে সাজা দিল স্পেনের একটি আদালত। তাকে এক বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি বড় অঙ্কের জরিমানা করা হলো।

বুধবার বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে। ৬৬ বছর বয়সী ইতালিয়ান নাগরিক আনচেলত্তির বিরুদ্ধে কর ফাঁকির এই অভিযোগ ২০১৪ সালের। তখন তিনি প্রথম মেয়াদে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন।

এক বছরের কারাদণ্ডের সঙ্গে আনচেলত্তিকে ৩ লাখ ৮৬ হাজার ৩৬১ ইউরো জরিমানা করেছে স্পেনের আদালতটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৩৯৬ টাকা।

আনচেলত্তির জেলে যাওয়ার সম্ভাবনা যদিও ক্ষীণ। স্পেনের আইন অনুযায়ী, অতীতে কখনও দোষী সাব্যস্ত না হয়ে থাকলে অহিংস অপরাধের ক্ষেত্রে দুই বছরের কম কারাদণ্ড হলে বিরল ক্ষেত্রে কোনো অপরাধীকে জেলে যেতে হয়।

স্পেনের কর কার্যালয়ের অভিযোগ অনুসারে, ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয়ের ওপর কর ফাঁকি দিয়েছিলেন আনচেলত্তি। আয়কর রিটার্নে তিনি কেবল রিয়াল থেকে প্রাপ্ত বেতনের কথা উল্লেখ করেছিলেন।

কিংবদন্তি কোচ আনচেলত্তি অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। কিন্তু শেষমেশ তাকে শাস্তি পেতেই হলো।

দুই দফায় রিয়ালের কোচের ভূমিকায় ছিলেন আনচেলত্তি। লস ব্লাঙ্কোদের তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ মোট ১৫টি শিরোপা জেতান তিনি। গত মে মাস থেকে তিনি ব্রাজিলের দায়িত্বে আছেন।

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বর্ণাঢ্য ও সুদীর্ঘ ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ আনচেলত্তি। তার সঙ্গে আপাতত এক বছরের চুক্তি হয়েছে সেলেসাওদের। তবে সেটার মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Students’ unions: Legal bars, admin delays stall polls in many universities

Of 56 public universities across the country, only seven have the legal provision for a central students' union

3h ago